বাংলাদেশ এখন পরিবর্তনশীল দেশ: বিভাগীয় কমিশনার মেজবাহ্ উদ্দিন
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মেজবাহ উদ্দিন চৌধুরী বলেছেন, সরকার জনকল্যাণে সেবার মানসিকতা নিয়ে কাজ করছে। সরকারের বাস্তবায়িত একের পর এক উন্নয়ন দেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। যোগাযোগ, শিক্ষা, বিদ্যুৎ, চিকিৎসাসহ মৌলিক চাহিদা পূরণে সরকারের বাস্তবায়িত প্রকল্পগুলো জনগণের প্রশংসা কুড়চ্ছে। জনস্বার্থে এসব প্রকল্প সমূহের চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে।
মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। সুধী সমাবেশে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
গোয়াইনঘাটের বিদ্যমান সমস্যাগুলোর সমাধানেও সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে এখানকার বৃহৎ সমস্যাগুলোর তালিকা করে দ্রুত তা বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাসির উল্লাহ খান, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরী, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক করিম মাহমুদ লিমন, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মিনহাজুর রহমান, জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আ. রহিম খান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জাফলং ষ্টোন ক্রাশারমিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুক আহমদ, আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র পাল ছানা, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, খালেদ আহমদ, মাহবুব আহমদ, এস কামরুল হাসান আমিরুল, লুৎফুর রহমান লেবু প্রমুখ