বিরাট খেলোয়াড়: মো.মিজাহারুল ইসলাম
বিরাট খেলোয়াড়
মোঃ মিজাহারুল ইসলাম
আকাশটাকে ছোঁব বলে গেলাম সাগর তীরে,
সাগর নীলে নীল মাখিয়ে আকাশ ধারণ করে।
সাগর নীলে বিষ মেশানো তুলছে বিষের ফণা,
সেই বিষেতে সাগর মুখে উপছে পড়ে ফেনা।
ঢেউয়ের উপর ঢেউ উঠেছে তীব্র ঢেউয়ের চলা,
জলের ভিতর জল গড়িয়ে চলছে অবলীলা।
ঢেউয়ের পর ঢেউ খেলে যায় দিনের পর দিন,
আপন সাথেই আপন খেলা চলছে বিরামহীন।
ঢেউয়ের তালে আকাশ দোলে এমন খেলা কার?
সাগরটাকেই বলব নাকি বিরাট খেলোয়াড়?
সাগর জলে আকাশ ছোঁব যেই বাড়ালাম হাত,
ঢেউয়ের সনে ঢেউয়ের খেলায় আকাশ হল বেহাত।