সোমবারের তৃণমুল আ.লীগের প্রতিনিধি সম্মেলন সফল করতে দিরাইয়ে ব্যাপক গনসংযোগ
সোমবারের তৃণমুল আ.লীগের প্রতিনিধি সম্মেলন সফল করতে দিরাইয়ে ব্যাপক গনসংযোগ
দিরাই প্রতিনিধিঃ
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তৃণমূলের সাধারণ জনগনের মাঝে তুলে ধরতে আগামী সোমবারের ( ৮ অক্টোবর) দিরাই বাগানবাড়িতে তৃণমূল আওয়ামীলীগের প্রতিনিধি সম্মেলন সফল করতে ব্যাপক গনসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন নেতৃবৃন্দ। সপ্তাহ খানেক ধরে দিরাই শাল্লার বিভিন্ন এলাকায় মতবিনিময়, গনসংযোগও সমাবেশ করছেন নেতৃবৃন্দ। বুধবার বিকেলে রাজানগর ইউনিয়নের চকবাজারে মতবিনিময় সভা করেন নেতৃবৃন্দ। ইউনিয়ন আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা শাহীন মিয়ার পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য আলতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অবনী মোহন দাস, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিলেট আইন কলেজের সাবেক ভিপি সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শামসুল ইসলাম, যুক্তরাজ্য শ্রমিকলীগের কার্যকরী সভাপতি সামছুল হক চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপ প্রচার বিষয়ক সম্পাদক হুমায়ুন রশিদ লাভলু। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খালেদ মিয়া, যুবলীগ নেতা মকসদ আলম, সিলেট জেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল, বিনিয়ামিন রাসেল,
রেদুয়ান মাহমুদ, সবুর মিয়া, রফিনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম সোহেল, যুবলীগ নেতা
আব্দুল্লাহ, প্রনয় প্রমুখ। বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনা হাওর অঞ্চলের উন্নয়নের খুবই আন্তিরক, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনা কে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। তৃণমুলে সরকারের উন্নয়ন কর্মকান্ড পৌছে দিতেই আমরা সোমবার দিরাইয়ে তৃণমূল আওয়ামীলীগের প্রতিনিধি সম্মেলনের ডাক দিয়েছি।