কলকাতায় বোমা বিস্ফোরণ; ১ শিশু নিহত, আহত ১০
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বোমা বিস্ফোরণে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১০ জন।দমদমের নাগেরবাজার কাজীপাড়ায় মঙ্গলবার এই ঘটনা ঘটে।
পুলিশের বরাতে এ তথ্য জানা গেছে।
পুলিশ বলছে, দমদম নাগেরবাজারের কাজীপাড়ার একটি বহুতল ভবনের ফলের দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া