শাহ খুররম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন কৃষ্ণা ভট্টাচার্য

শাহ খুররম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন কৃষ্ণা ভট্টাচার্য

সিলেট শহরতলীর টুকের বাজারস্থ শাহ খুররম ডিগ্রি কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন কলেজটির রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণা ভট্টাচার্য। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) যোগদান করেন তিনি।

এসময় কলেজের শিক্ষক শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

এর আগে গত ১৫ সেপ্টম্বর শাহ খুররম ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেনকে অব্যাহতি দিয়ে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কৃষ্ণা ভট্টাচার্যকে নিয়োগ করেন।

জানা যায়, কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম অবসরে যাওয়ার কারণে নতুন অধ্যক্ষ নিয়োগের শর্তে বিগত ১৯/১১/২০১৭ তারিখে জাকির হোসেনকে ছয় মাসের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তবে সেই ছয় মাসের মেয়াদ পেরিয়ে গেলেও নিয়মিত অধ্যক্ষ নিয়োগ দিতে পারেননি, এ ব্যাপারে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও তিনি কোনো সভা আহ্বান করেন নি।

এরপর থেকে তার বিভিন্ন রকম বিতর্কিত কর্মকান্ডের কারণে শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসীও তার উপর বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ব্যাপারে পরিচালনা পরিষদের সভাপতি বরাবর স্মারকলিপিও দেন ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ এলাকাবাসী। তাই পরিচালনা পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেনকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কৃষ্ণা ভট্টাচার্যকে নিয়োগ প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য