সিলেটবাসীর জন্য অর্থমন্ত্রীর মেগা প্রকল্প

আসন্ন জাতীয় নির্বাচনের আগে সিলেটে মেগা প্রজেক্টের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়াও নিজ নির্বাচনী এলাকা সিলেট-১ আসনের আওতাধীন চলমান প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করারও নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ ভবনে নিজ কার্যালয়ে এ বিষয়ে সিলেটের সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন। এ বৈঠকে যোগ দিয়েছিলেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা।

বৈঠকে নির্বাচনের আগে কয়েকটি মেগা প্রজেক্ট শুরুর ঘোষণা এসেছে। তন্মধ্যে সিলেট-বিমানবন্দর সড়কটি চারলেনে রূপান্তরের প্রক্রিয়া দ্রুত শুরুর নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৈঠক থেকে পাওয়া সূত্রে জানা গেছে, নতুন শুরু করতে যাওয়া প্রকল্প ছাড়াও সিলেটের অভ্যন্তরীণ সকল রাস্তা সংস্কার এবং বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক দ্রুত চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

নতুন প্রকল্প হিসেবে সিলেট শহরতলীর সুবিধাজনক স্থানে একটি পাবলিক পরীক্ষা কেন্দ্র স্থাপন করতে অর্থমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। এছাড়াও সিলেট আখালিয়া এলাকায় নতুন একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণে অর্থমন্ত্রী দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন। আগামী নির্বাচনের আগেই প্রকল্পগুলোর কাজ শুরু হতে পারে বলে জানা গেছে।

এগুলো ছাড়াও সিলেটে আরো কয়েকটি নতুন উন্নয়ন প্রকল্প শুরুর ঘোষণা আসতে পারে।
সভায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুর রহমান চৌধুরী, আসাদ উদ্দিন আহমদ, আশফাক আহমদ, নিজাম উদ্দিন।

এ বিভাগের অন্যান্য