কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলীতে যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে দুই নারীসহ ঘটনাস্থলে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন। তাদের চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত করা গেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়ার হারবাং ইউনিয়নের বরইতলী রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চিরিংঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ টিএসআই খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে নিহত দুইজনের মধ্যে লেগুনার চালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আদুনগরের বাসিন্দা খাইর আহমদ (৩২) ও চকরিয়ার হারবাং এলাকার জহির আহমদের (৩০) পরিচয় পাওয়া গেছে। নিহত আরও দুইজন ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।