আমি না, আমার ভাই নির্বাচন করবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল জানিয়েছেন, আমি ১১তম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমার ভাই নির্বাচন করবে। তবে নির্বাচনকালীন সরকারে সম্ভবত আমি থাকছি।

বৃহস্পতিবার সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের লভ্যাংশ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, হ্যাঁ, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আমি আর নির্বাচন করছি না। আমার ভাই (সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন চৌধুরী) নির্বাচন করবে, আমি তার সমর্থক হয়ে কাজ করবো।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে অভিযোগকে অবান্তর ও অবাস্তব অভিযোগ বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আরও বলেন, ২০০৮ সালের পর থেকে কোনো নির্বাচন ‘আনফেয়ার’ হয়নি।

এ বিভাগের অন্যান্য