অভিনয় ও উপস্থাপনায়…
অভিনয় ও উপস্থাপনা একসঙ্গে এই দু’টি নিয়ে ব্যস্ত সময় পার করছেন চলতি সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা রিক্তা। ঈদে এই অভিনেত্রীকে এক ডজন নাটকে দেখা গেছে। ঈদের ছুটি কাটিয়ে ‘রাবণের মিনতি’ শিরোনামের একটি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন এ পর্দাকন্যা। এটিতে তিনি জুটি বেঁধেছেন শহীদুজ্জামান সেলিমের সঙ্গে। এছাড়া বর্তমানে তিনি বাংলাভিশনে ‘স্যান্ডালিনা স্টার ওয়ার্ল্ড’ ও গাজী টিভিতে ‘সেভেন আপ এসএমএস’ শিরোনামের দু’টি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। এই অভিনেত্রী সর্বশেষ ‘আলতাবানু’ শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। নতুন চলচ্চিত্রের বিষয়ে কথা হচ্ছে বলে জানান তিনি।