সত্য- মিথ্যা মোঃ মিজাহারুল ইসলাম

সত্য কর্মে,
পূন্য হয়,
মিথ্যা সে তো,
শূন্য হয়।

সত্য কথায়,
তুষ্ট নয়,
মিথ্যা সে তো,
সদা ভয়।

সত্য ধর্মে,
শান্তি বয়,
মিথ্যা সে তো,
মস্ত প্রলয়।

সত্য পথে,
সদা রয়,
মিথ্যা সে তো,
উল্টো হয়।

সত্য খোঁজে,
মর্ত্য জয়,
মিথ্যা সে তো,
হয় পরাজয়।

সত্য মতে,
দৃশ্য হয়
মিথ্যা সে তো,
স্বপ্ন ময়।

সত্য রথে,
চলতে হয়,
মিথ্যা সে তো,
টলতে হয়।

সত্য কথায়,
সত্য কয়,
মিথ্যা সে তো
কার কি হয়।

সত্য চিন্তায়,
সত্য লয়,
মিথ্যা সে তো,
জীবন নয়।

 

এ বিভাগের অন্যান্য