কামরানের সুস্থতা কামনায় সিলেটে দোয়া ও মিলাদ মাহফিল

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সুস্থতা কামনায় সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) ইব্রাহিম স্মৃতি সংসদের উদ্যোগে বাদ এশা হযরত শাহজালাল মাজার মসজিদ প্রাঙ্গণে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান, আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান সাবু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুনেদ আহমদ শওকত, আওয়ামী লীগ নেতা ও মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, আওয়ামী লীগ নেতা বেলাল খান, হেলাল আহমদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন খান কামরান, সাংগঠনিক সম্পাদক গোলাম হাসান চৌধুরী সাজন, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরুল হাসান, সাবেক সিনিয়র সহ সভাপতি ময়নুল ইসলাম ফয়সল, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইলিয়াছী দিনার, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সহ-সভাপতি শেখ আবুল হাসনাত বুলবুল, জালালাবাদ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাশিদুল ইসলাম পিন্টু, তানভীর কবির সুমন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফয়ছল আহমদ তাপাদার, সাদিকুর রহমান, জুবের আহমদ, সালেক আহমদ, নাঈম সাহেদুর রহমান, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমন, ১৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সিয়াম আহমদ বাপ্পী প্রমুখ।

 

এ বিভাগের অন্যান্য