‘স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে
প্রেম করতে যাব কোন দুঃখে?
আমাদের মধ্যে মিষ্টি একটা সম্পর্ক আছে। তবে সেটি প্রেম নয়। কিন্তু কেউ কেউ আমাদের সেই সম্পর্ককে প্রেম হিসেবে আখ্যায়িত করছে। এভাবে আমাদের দু’জনের সম্পর্ককে নেতিবাচক ভাবে দেখে নোংরা করছে বলে আমি মনে করি। আমি তো বিবাহিত। স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে প্রেম করতে যাব কোন দুঃখে। চলতি সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়ামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে যে আলোচনা চলছে সে প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রিয় নাট্যাভিনেত্রী ঊর্মিলা এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সিয়ামের পরিবারের সঙ্গে আমার সুন্দর একটি সম্পর্ক রয়েছে।
এমনকি তার গার্লফ্রেন্ডের সঙ্গেও আমার সম্পর্ক রয়েছে। এরপরেও কিভাবে আমাদের দু’জনের মধ্যে প্রেম হয়? অনেকেই ভালোভাবে না জেনেই আমাদের নিয়ে এভাবে মন্তব্য করেন। সিয়াম আমার অনেক ভালো একজন বন্ধু। সিয়াম ছাড়াও জোবান, শবনম ফারিয়ার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব আছে। এদিকে এই অভিনেত্রী এখন অসুস্থ আছেন বলেন জানান। সেই কারণে এখনো ঈদের পর নিয়মিত শুটিং শুরু করেননি। এবার ঈদে তার অভিনীত প্রায় পনেরটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। এর মধ্যে আশুতোষ সুজনের ‘মালার পৃথিবী’, তপু খানের ‘আজ শুক্রবার’, আরবি প্রিতমের ‘সেকেন্ড লাইফ’ ও জাহিদ হাসানের ‘নার্ভাস ব্রেকডাউন’সহ বেশ কিছু নাটকের জন্য সাড়া পেয়েছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ঈদে চেষ্টা করেছি ভালো গল্প ও চরিত্রের নাটকে অভিনয় করতে। সেই চেষ্টা বৃথা যায়নি বলতে পারি। বেশ কিছু নাটকের জন্য দর্শকের ভালো সাড়া ছিল। শুধু ঈদ নয়, আমি সবসময়ই এভাবে ভালো কাজ করতে চাই। এই অভিনেত্রীর হাতে এখন বেশ কিছু ধারাবাহিকও রয়েছে। উল্লেখযোগ্য ধারাবাহিকগুলো হলো সৈয়দ শাকিলের ‘প্রেম নগর’ ও ‘সোনার শিকল’, ইমতিয়াজ নেয়ামুলের ‘কাগজের ফুল’, সাখাওয়াত মানিকের ‘মেঘে ঢাকা শহর’ এবং জুয়েল মাহমুদের ‘দি পাবলিক’। ধারাবাহিক প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, খন্ড নাটকের বাইরে আমি ধারাবাহিক নাটক নিয়েই ব্যস্ত আছি। আমাদের টিভি চ্যানেলগুলো উৎসবের বাইরে একক নাটক খুব বেশি প্রচার করে না। এ কারণে একজন শিল্পী হিসেবে টিকে থাকার জন্য বিভিন্ন ধারাবাহিকে আমাকে কাজ করতে হচ্ছে। তবে আগামীতে ধারাবাহিকে অভিনয় কম করার সিদ্ধান্ত নিয়েছি। ধারাবাহিকগুলোতে মনের মতো গল্প পাচ্ছি না। এছাড়া একটি ধারাবাহিকের কিছু পর্বের পর আর কোয়ালিটি থাকে না। এ সমস্যার কারণ কি জানতে চাইলে ঊর্মিলা বলেন, এর পেছনে অনেক কারণ রয়েছে। নিদিষ্ট কোনো একটি কারণের জন্য এমন হচ্ছে না। দেখা যায় ধারাবাহিকের মাঝখানে কোনো একজন শিল্পী সরে দাঁড়ালেন। তখন গল্প দূর্বল হয়ে পড়ে। এছাড়া অনেক সময় পর্ব বাড়ানোর জন্য অযথা গল্প লম্বা করা হয়। আজকাল অনেক সাংবাদিক-শিল্পীর মধ্যে মনো-মালিন্যের কথা শোনা যায়। বিশেষ করে এই সময়ের শিল্পীরা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সহযোগিতা করেন না বলেও অনেকে মন্তব্য করেন। এই প্রসঙ্গে ঊর্মিলা বলেন, একজন নায়িকার সঙ্গে অন্য একজন নায়িকার সু-সর্ম্পক না থাকতে পারে। কারণ তারা একজন অন্য জনের প্রতিদ্বন্ধি। কিন্তু সাংবাদিকের সঙ্গে একজন শিল্পীর অবশ্যই ভালো সর্ম্পক থাকা প্রয়োজন। তারা কেউ কারো প্রতিপক্ষ নয়। আলাপনে ঊর্মিলার কাছে তার পরিবার সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি বলেন, আগামী সপ্তাহে আমার স্বামী ইউকে যাচ্ছেন। ইউকে গভারমেন্ট থেকে তিনি স্কলারশিপ গ্রহণ করবেন। স্ত্রী হিসেবে এটি আমার জন্য অনেক আনন্দের। এছাড়া শশুর-বাড়ির সবার সঙ্গে আমার সু-সর্ম্পক আছে। আমার অভিনয়ের জন্য শশুর বাড়ির সবাই উৎসাহ দেয়।