সিলেটে সড়ক দুর্ঘটনায় ভার্সিটির কর্মচারী নিহত
নগরীর শিবগঞ্জ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম ইব্রাহীম আলী রুস্তুম (৪০)। তিনি সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইনিভার্সিটির কর্মচারী এবং নগরীর শামীমাবাদ এলাকার বাসিন্দা। রোববার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় শিবগঞ্জ সোনাঁগা সেন্টারের সামনে এ দূর্ঘটনা ঘটে।
লিডিং ইউনিভার্সিটির শিক্ষক রাজন দাশ জানান, মোটরসাইকেল হঠাৎ নষ্ট হয়ে গেলে রুস্তুম রাস্তার পাশে দাড়িয়ে সাইকেল মেরামত করছিলেন। পিছন থেকে এসে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রুস্তুম এর গ্রামের বাড়ি জকিগঞ্জ উপজেলায়। তিনি দুই সন্তানের জনক।
শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, মাইক্রোবাসসহ চালককে পুলিশ আটক করেছে। রুস্তম এর লাশ হাসপাতালের মর্গে রয়েছে