পাখির মেলা, মোঃ মিজাহারুল ইসলাম

পাখির মেলা
মোঃ মিজাহারুল ইসলাম

পুকুর ধারে বসেছে আজ
সব পাখির’ই মেলা।
শালিক- ডাহুক ফেলে কাজ,
আসছে সকাল বেলা।

দোয়েল পাখিও আসছে সেথা,
বসছে লেবুর ডালে।
আপন মনে গান ধরেছে,
সুখের পাখনা মেলে।

ময়না পাখিও আছে,
করছে ভীষণ গল্প।
টিয়া, তুমি আসছ নাকি!
তোমরা কেন অল্প?

মাছরাঙাটিও আসছে উড়ে
বসছে পুকুর পাড়ে।
বলছে কথা টিয়ার সনে,
ভীষণ জোরেসোরে।

বাবুই দেখি আসছে মেলায়
সব পাখির’ই শেষে,
চড়ুইও কি বসবে খেলায়?
নাচবে হরিষে!

এমনি সময় স্বর্পরাজ
ভাসে পুকুর জলে।
পাখির’ই সব মেলা দেখে,
ভীষণ কৌতুহলে!

পাখি দেখে দুষ্ট ছেলে
আটলো এক ফন্দি।
ধরবো নাকি আজ পাখিদের!
করবো নাকি বন্দী?

দুষ্টু ছেলে বেজায় পাজি
করেছে পণ, ধরেছে বাজি।
পাখিদেরই মেলা সবি,
পন্ড করবে আজি।

 

 

এ বিভাগের অন্যান্য