সিটির মেয়র আরিফসহ ৩৬ কাউন্সিলরদের শপথ ৫ সেপ্টেম্বর
মবরুর আহমদ সাজু সিলেট
সদ্য সমাপ্ত হওয়া সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে জয়লাভ করা বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী আগামী বুধবার শপথ গ্রহণ করবেন। বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় গণভবনে সিলেটসহ তিন সিটির মেয়রদের শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত ৩৬ কাউন্সিলরও শপথ নেবেন। কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী মোশাররফ হোসেন এমপি।এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের গণসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জানান- সিসিক নির্বাচনে জয়লাভ করা প্রার্থীদের শপথ গ্রহণ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে মেয়র এবং কাউন্সিলরদের হাতে এসে পৌঁছেছে। শপথ গ্রহণের জন্য আগামী ৪ সেপ্টেম্বর মেয়র আরিফুল হক চৌধুরী ৩৬ কাউন্সিলর নিয়ে ঢাকার পথে রওয়ানা হবেন। পরদিন (৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় গণভবনে শপথ নেবেন মেয়র আরিফ। এর আগে ২০১৩ সালের ২১ জুলাই প্রথমবারের মত মেয়র নির্বাচিত হয়ে গণভবনে শেখ হাসিনার কাছ থেকে শপথবাক্য পাঠ করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী উল্লেখ্য সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আবারও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানকে ৬ হাজার ১৯৬ ভোটে হারিয়ে তিনি সিলেটের নগরপিতা নির্বাচিত হন। ২০১৩ সালে ৩৫ হাজার ভোটের ব্যবধানে কামরানকে হারিয়ে প্রথম মেয়র হয়েছিলেন আরিফ।সিসিকের সব কটি কেন্দ্রে ভোট পড়েছে ২ লাখ ১ হাজার ৪৮৭টি। এর মধ্যে বৈধ ভোট ১ লাখ ৯৪ হাজার ৩। বাতিল হয়েছে ৭ হাজার ৪৮৪। বৈধ ভোটের মধ্যে আরিফুল হক চৌধুরীর প্রাপ্ত ভোট ৯২ হাজার ৫৮৮টি। বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯২টি। মহানগর জামায়াতের আমীর স্বতন্ত্র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন ১১ হাজার ভোট। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন খান পান ২ হাজার ২০৮ ভোট। সমাজতান্ত্রিক দল বাসদের মো. আবু জাফর পান ৯০৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. বদরুজ্জামান সেলিম পান ৫৯২ ও স্বতন্ত্র প্রার্থী মো. এহসানুল হক তাহের পেয়েছেন ৩১৪ ভোট। মেয়র পদে দুই শীর্ষ প্রতিদ্বন্দ্বী কামরান ও আরিফ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এর মধ্যে নবনির্বাচিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণের রায় কোনোভাবেই ছিনিয়ে নেয়া যায় না। অপরদিকে বদরউদ্দিন আহমদ কামরান বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। ইসি প্রমাণ করেছে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোট গণনা শেষে আরিফুল হক চৌধুরীকে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়। এর আগে মোট কেন্দ্র ১৩৪টির মধ্যে অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এদিন ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ শেষে গণনার পর আরিফের বিজয়ের বিষয়টি নিশ্চিত হয়। গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২২২১ জন। এর মধ্যে ভোট পড়েছে ১৩১২টি। তার মধ্যে আরিফ পেয়েছেন ১০৪৪ ভোট, নৌকার কামরান পেয়েছেন ১৭৩ ভোট। হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষে আরিফ পেয়েছেন ১০৫৩ ভোট, নৌকায় কামরান পেয়েছেন ৩৫৪ ভোট। এ দুই কেন্দ্রের মোট ৪৭৮৭ ভোটের মধ্যে আরিফ পেয়েছেন ২০৯৭ ভোট। এর ফলে সব মিলিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬ হাজার ১৯৬ ভোট বেশি পান আরিফ।