মানুষ, সঞ্জয় দত্ত
__________ মানু ষ______________
তুমি মানুষ
সুতরাং তোমাকে সবসময় কাচের উপর হাঁটার মতো মানসিক প্রস্তুতি রাখতে হবে
তুমি মানুষ
সুতরাং তোমাকে একাকীত্ব শব্দটির সঙ্গে ভালোরকম সখ্যতা রাখতে হবে
তুমি মানুষ
সুতরাং তোমাকে দশ কদম সামনে এগিয়ে আবার শূন্য থেকে শুরু করবার প্রস্তুতি শিখে রাখতে হবে
তুমি মানুষ
সুতরাং তোমার রাতের পর রাত জেগে জমিয়ে রাখা স্বপ্ন চুরমারের দৃশ্য দেখবার মতো চোখ থাকতে হবে
তুমি মানুষ
সুতরাং তোমাকে ভালোবাসার দর্পণে প্রতিফলিত হয়ে আসা ঘেন্নাকে বুকে জড়িয়ে হাসতে হবে
তুমি মানুষ
সুতরাং তোমাকে শত দুঃখে ‘ভালো আছি’ বলা জানতে হবে
তুমি মানুষ
সুতরাং তোমাকে বৃষ্টিপাতের ভাষা বুঝতে হবে
তুমি মানুষ
সুতরাং তোমাকে বিনিময়ে পাওয়া নামক হিসেব ছাড়তে হবে
যদি তুমি এর সবকটি পারও
তবেঁ তুমি মানুষ
নয়তো আর যা-ই হও
মানুষ নও!
. . . সঞ্জয় দত্ত।