মেলা,মোঃ মিজাহারুল ইসলাম
সামনে বারের মেলায়
যাব গোগের হাট,
পৌঁছব সাঁঝের বেলায়,
পেড়িয়ে খেয়াঘাট।
চড়ব যখন নায়ে
সাদা মেঘের দল,
দিগন্তের ঐ গাঁয়ে,
বইবে অবিচল।
হাটব যখন পথে
মাড়িয়ে দূর্বাঘাস।
কৃষাণ লাঙল হাতে,
করবে জমি চাষ।
দেখব পথের ধারে
বসবে পাখির মেলা।
গোপন অভিসারে,
করবে নানান খেলা।
চলতে গিয়ে সেথা
যেই ফিরব বায়।
কাশবনের ঐ লতা,
ডাকবে ইশারায়।