যাযাবর, মোঃ মিজাহারুল ইসলাম

 

আমি বলছি অবিরত
মিথ্যাটা কে সত্য,
কানামাছি এর মতো।

আমি চলছি অবিরত
দেশ হতে দেশান্তরে
যাযাবর এর মতো।

আমি ঘুরছি অবিরত
এ ফুল থেকে ঐ ফুল,
ভ্রমর এর’ই মতো।

আমি উড়ছি অবিরত
দিগন্তের ঐ পানে,
বিহঙ্গ এর’ই মতো।

আমি চিন্তায় অবিরত
আবিষ্কার এর নেশায়,
বৈজ্ঞানিক এর মতো।

আমি ভাবছি অবিরত
আকাশ থেকে পাতাল,
ভাবুক এর’ ই মতো।

আমি কাঁদছি অবিরত
না পাওয়া এক ভুলে,
ঝর্ণাধারা’ র মতো।

আমি হারাই অবিরত
সাগরের ঐ তটে,
জোয়ার ভাটার মতো।

আমি ভাসছি অবিরত
এপাড় থেকে ওপাড়,
ডুব সাতাঁরের মতো।

আমি হাটঁছি অবিরত
নিশাচর এর মতো,
রাত্রি নিশী যত।

পোস্টমর্টেম : বানান, বিরাম চিহ্ন, ছন্দ পরিবর্তনশীল।

এ বিভাগের অন্যান্য