সিলেটে ‘তীর শিলং’ সামগ্রীসহ দুই জুয়াড়ি আটক
নগরীর ছড়ারপার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ‘তীর শিলং’ খেলার সামগ্রীসহ দুই জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার বিকেলে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব।
আটককৃতরা হচ্ছে- ছড়ারপাররের মৃত আব্দুল হান্নানের ছেলে আব্দুল মোমিন সৌরভ (২২) ও সুনামগঞ্জ সদরের ইসলামপুর গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে বাদশা মিয়া (২৮)।
তাদের বিরুদ্ধে গোয়েন্দা শাখার পুলিশের পরিদর্শক জিএম হামিদুর রহমান বাদী হয়ে কোতয়ারী মডেল থানায় এজাহার দায়ের করলে নিয়মিত মামলা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।