দিরাই শাল্লা আসনে সংসদ নির্বাচন করতে চান শামছুল হক চৈাধুরী
সুনামগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য জাতীয়
শ্রমিকলীগের কার্যকরী সভাপতি মো. শামছুল হক চৌধুরী॥
নিজস্ব প্রতিবেদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের লড়াকু সৈনিক শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতির , প্রাণ পুরুষ, এলাকার অবকাঠামো উন্নয়নে তাঁর অবস্থানে থেকে কাজের নীতি-আদর্শকে সামনে রেখে দেশ বিদেশে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার নিরবিচ্ছিন্ন কাজের জন্য,এ বছর সংসদ নির্বাচনে ভাটিবাংলায় ব্যাপক আলোচনায় তিনি,এছাড়া উদিয়মান তরুন সমাজসেবক হিসেবে নিজেকে ইতোমধ্যে এলাকার সর্বস্তরের মানুষের চোখের সান্নিধ্য নিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে যুব সমাজ ও সকল স্তরের মানুষের মুখে মুখে। সবমিলিয়ে দলীয় আদর্শের ভিত্তিতে ছাত্রজীবন থেকে অদ্যবধি দেশে এবং প্রবাসে নি:স্বার্থভাবে বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়ন করে যাচ্ছেন ছাত্রলীগের সাবেক এক নেতা মো. শামছুল হক চৌধুরী। ১৯৮৬ইং সালে এম.সি কলেজে অধ্যয়নকালীন সময়ে এবং পরবর্তীতে ১৯৯০ ইংরেজিতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন এই নেতা। দেশের গন্ডি পেড়িয়ে প্রবাসে সকলের প্রিয়মুখ হিসেবে বিবেচিত। ১৯৭০ইং সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়নের নোয়াপাড়া-দৌলতপুর গ্রামে এক শিক্ষিত ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ভাটিবাংলার বিশিষ্ট শিক্ষানুরাগী, মরহুম আলহাজ্ব মাস্টার শাহাব উদ্দিন আহমদ চৌধুরী এবং আলহাজ্ব ফাতেমা বেগম চৌধুরীর প্রথম পুত্র। তিনি প্রবাসে থাকলেও এলাকার টানে প্রতিবছরই দেশে এসে সমাজ সেবায় নিয়োজিত হন। জানাযায়১৯৮৬ইং সালে জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৮ সালে সিলেট মুরারীচাঁদ ইন্টারমিডিয়েট কলেজ থেকে সাফল্যের সাথে এইচএসসি এবং ১৯৯০ইং সালে বিএ পাস করেন। পরবর্তীতে ১৯৯৬ সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএ পাশ করেন। ছাত্র থাকাকালীন অবস্থাযয় তিনি দীর্ঘ দেড় দশক সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সফলতার সাক্ষর রাখে।সময়ের পরিক্রমায় শামছুল হক,প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালনের মাধ্যমে বিদ্যালয়টি পূর্ণাঙ্গ বিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে। ২০০৭ইং সালে বিদ্যালয়ের প্রবাসী ভবনের জন্য প্রবাসী ভবনের শুভ উদ্বোধন করেন তিনি। সেই থেকে তার মানব সেবায় এগিয়ে চলা। ১৯৮৫ সাল থেকে এ প্রতিশ্রুতিশীল তরুণ আওয়ামী রাজনীতির সাথে জড়িত হন । বর্তমানে তিনি যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি দায়িত্ব পালন করছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচে ব্ঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আওয়ালীগের মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি। জানাযায় তিনি বিগত দিনে সংসদ নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছিলেন, দলীয় প্রধানের কথায় তিনি আর করেননি। এছাড়া গত ২৭ জুলাই পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী সংসদ নির্বাচনে এলাকার প্রত্যাশিত উন্নয়ন এবং শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে তরুণ গতিশীল নেতৃত্ব এলাকার মানুষ চায় বলে দাবী করেছেন মো: শামছুল হক। তিনি আগামী নির্বাচনে দলের মনোনয়নের ব্যাপারে দৃঢ় আশাবাদী। নির্বাচিত হলে এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ এলাকার সমস্যা চিহ্নিত করে নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রাস্তা-ঘাট সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, শিক্ষার হার বৃদ্ধি, যানজট নিরসন, পরিচ্ছন্ন ওয়ার্ড, বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণসহ যাবতীয় নাগরিক সেবা নিশ্চিতের প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন বলে জানান। আর ভোটাররা চাইছেন তাদের নাগরিক সেবা নিশ্চিতে জনবান্ধব ও অপেক্ষাকৃত ক্লিন ইমেজের প্রার্থীকেই চায়।দলীয় ও স্থানীয় সূত্রমতে, দিরাই-শাল্লায় এবার পরিবর্তনের হাওয়া বইছে। সুখে-দুখে জনতার পাশে থাকা বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহেনার আস্থাভাজন কার্যকরী সভাপতি যুক্তরাজ্য শ্রমিকলীগ নেতা শামসুল হক চৌধুরী মনোনয়নে এগিয়ে রছেন বলে একাধিক সূত্রজানায়।জাতীয় দৈনিক সকালের সময় কে শামছুল বলেন, দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের পাশে থেকে তাদের আশা-আকাঙ্খার কথা জেনেছি। স্বাধ্যমত তাদের সেবা করেছি। এবার দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনার নির্দেশ পেলেই আমি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। যুক্তরাজ্যে দলীয় কর্মকান্ড ও আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করায় দল আমাকে মূল্যায়ন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সারা জীবন মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই।