পবিত্র ঈদুল আজহা ২২ আগস্ট

গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ সোমবার থেকে শুরু হচ্ছে হজের মাস। এ হিসাবে আগামী ১০ জিলহজ ১৪৩৯ হিজরি অনুযায়ী ২২ আগস্ট বুধবার ঈদুল আজহা উদযাপিত হবে। গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ২২ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদুল আজহায় সারাবিশ্বের মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভে পশু কোরবানি দেবেন। ধর্মীয় বিধান অনুযায়ী, ২২ আগস্ট সকাল থেকে ২৩ আগস্ট পর্যন্ত কোরবানি দেওয়া যাবে। ঈদ উপলক্ষে ২১, ২২ ও ২৩ আগস্ট সরকারি ছুটি। তার পরের দু’দিন সাপ্তাহিক ছুটি। এবারের ঈদে পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন চাকরিজীবীরা।

চাঁদ দেখা কমিটির সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম সচিব আনিসুর রহমান, তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দিন আহমাদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য