মেয়র আরিফের বাসার সামনে দুই গ্রুপের গুলাগুলি কর্মী নিহত

মেয়র আরিফের বিজয় উৎসবে ছাত্রদলের দুই গ্রুপের গুলাগুলি, নিহত-১

 

নিজস্ব প্রতিবেদক

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় বিজয় উৎসব থেকে ফেরার পথে ছাত্রদলের দুই গ্রুপের গুলাগুলিতে রাজু আহমদ নামের এক ছাত্রদল কর্মী নিহত ও আরও অন্তত ২ছাত্রদল কর্মী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়- শনিবার রাত সাড়ে নয়টার দিকে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মেয়র আরিফের গাড়িবহরের সাথে মোটরসাইকেলযাগে নগরীর কুমারপাড়া এলাকায় তার বাসায় যান ছাত্রদল কর্মী উজ্জ্বল, রাজুসহ তিনজন। আরিফুল হককে বাসায় পৌছে দিয়ে বিজয় উৎসব শেষে ফেরার সময় সেখানে অবস্থানরত আরও কিছু ছাত্রদল নেতার সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এসময় স্টাম্প, দাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে ছাত্রদলের প্রতিপক্ষ গ্রুপের কিছু কর্মী। তখন এক যুবক সেখানে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

হামলায় গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজু নামের ঐ ছাত্রদল কর্মী নিহত হয়।

এ ব্যপারে সিলেট কোতোয়ালী থানার ওসি মোশারফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- কুমারপাড়ায় ঝামেলার ঘটনা শুনেছি খোঁজ নিচ্ছি।

এ বিভাগের অন্যান্য