কামরানের ৩৩দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
সিলেট নগরীর উন্নয়নে ৩৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। এতে তিনি নির্বাচিত হলে সিলেটকে সবুজ ও ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার নগরীর মির্জাজাঙ্গালস্থ কামরানের নির্বাচনী প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার প্রকাশ করেন।
ঘোষিত ইশতেহারে কামরান উল্লেখ করেন, ডিজিটাল বাংলাদেশের ভিত্তিকে আরো মজবুদ করতে সিলেট নগরের উন্নয়ন সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা করা হয়েছে। সিলেটকে প্রথম ডিজিটাল নগরী হিসাবে গড়ে তোলা হবে। নতুন কর আরোপ না করে অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে। টেমসের আদলে সুরমার দুইবার আধুনিকায়ন, খেলার মাঠ, প্রতিমাসে ওয়ার্ডভিত্তিক ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে বলেও জানিয়েছেন তিনি।
কামরানের ঘোষিত প্রস্তাবনার মধ্যে রয়েছে সিটি করপোরেশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় এবং কলেজিয়েট স্কুল স্থাপন করা হবে। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু করা হবে শিক্ষাবৃত্তি। সেই সাথে ভোলানন্দ নৈশ বিদ্যালয়কে কলেজে রূপান্তর করা হবে।
কামরান বলেন, নগরকে যানজট মুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। তৈরি হবে লিংক রোড। ট্রাফিক সিগন্যাল লাইট, ফুট ওভার ব্রিজ, প্রশস্ত ফুটপাত এবং আধুনিক বাস টার্মিনালও নির্মাণ করা হবে।
নগরীতে আলাদা সাইকেল লেন স্থাপন করা হবে বলেও ইশতেহারে উল্লেখ করেন দুই বারের এই সিটি মেয়র।
জলাবদ্ধতা নিরসনে খাল ও ছড়া খনন, সুরমা নদী ড্রেজিং, গ্যাস সংযোগ প্রদান চালু,ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সংস্কার, নতুন প্ল্যান্ট স্থাপন, গুরুত্বপূর্ণ স্থানে বিশেষায়িত স্থাপনা ও আলোকসজ্জার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ইশতেহারে উল্লেখ করেন কামরান।
বর্তমান কারাগারের স্থানে আধুনিক নগর পার্ক স্থাপন করার আশ্বাসও কামরানের ইশতেহারে উল্লেখ করা হয়।
কামরান বলেন, নগরীতে যাতায়াতের জন্য আধুনিক নগর পরিবহন চালু করা হবে সেই সাথে নারীদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইশতেহার পাঠ শেষে আবেগপ্রবন হয়ে উঠেন সিসিকের ২ বারের নির্বাচিত এই মেয়র। কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, এটিই হয়ত আমার শেষ নির্বাচন হতে পারে। সিলেটবাসী আমাকে বার বার ভোট দিয়েছেন। তাদের ভালোবাসার প্রতিদান দিয়ে শেষ করার মতো নয়। তবু আমি সাধ্যমতো চেষ্টা করেছি। এবারও সিলেটবাসী আমাকে নির্বাচিত করলে আমি তাদের ভালোবাসার সর্বোচ্চ প্রতিদানের চেষ্টা করবো। নাগরিক জীবন যাতে আরও সুন্দর ও স্বচ্ছন্দ হয়, আমি তাই করবো।
নির্বাচনী ইশতেহার পাঠের সময় কামরানের সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও আহমদ হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমানসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।