সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী এডভোকেট জ্যেৎসনা ইসলামের নির্বাচনী কার্যালয় উদ্বোধন
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার লক্ষে আসন্ন সিলেট সিটি নির্বাচন উপলক্ষে নগরীর ২২,২৩,২৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী এডভোকেট জ্যেৎসনা ইসলামের প্রধান নির্বাচনী কার্যালয় উপশহরে উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সর্বস্তরের জনগণের উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এডভোকেট জ্যেৎসনা ইসলাম বলেন, আমি সুখে দুঃখে সব সময় এলাকাবাসীর পাশে ছিলাম বর্তমানেও আছি। দুর্নীতিমুক্ত ও ডিজিটাল ওয়ার্ড গঠনে আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আমার কাজের মূল্যায়ন করে ৩০ জুলাই নির্বাচনে আনারস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আশা রাখি।
আমি দল মত নির্বিশেষে জনগনের কল্যানে আধুনিক ও আদর্শ ওয়ার্ড গড়ার দৃঢ় প্রত্যয়ে অঙ্গিকারবদ্ধ। জনগনের সাথে সু-সম্পর্ক রয়েছে । সাধারন জনগনের সুখে-দুঃখে পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে চাই । সাধারণ মানুষের কাঙ্খিত চাহিদা পূরণে কাজ করতে চাই ।
তিনি জানান, আমি জয়ী হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন, কিশোর-কিশোরীদের কর্মদক্ষতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা, বাল্য বিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, রাস্তা-ঘাট, মশা নিধন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মাদক নির্মুলে কার্যকারী ব্যবস্থা গ্রহন, ইভটিজিং নিরসনে কাউন্সিলিং করা, নারী ও শিশুদের স্বাস্থ্য সেবা বৃদ্ধির জন্য হেলথ প্রজেক্ট সম্প্রসারন চালু, রোডে রোডলাইটের ব্যাবস্থা করবো যাতে করে ছিনতায় মুক্ত এলাকা থাকে। চিত্ত বিনোদনের আয়োজন, মাদক নিরাময়ের জন্য সামাজিক সংগঠনের মাধ্যমে কাউন্সিলিং, বস্তিতে থাকা অসহায় মানুষদের শিক্ষা, স্বাস্থ্য সহ যাবতীয় বিষয়ে কাউন্সিলিং। তিনি আরো বলেন এলাকাবাসী এখন ভোট প্রদানে সচেতন, তারা যোগ্য ব্যাক্তিকেই ভোট প্রদান করবেন। আগামী ৩০ জুলাই সিটির -২২-২৩-২৪ নং ওয়ার্ডের সম্মানিত ভোটাররা আমাকে আনারস প্রতীকে ভোট দিয়ে এলাকাবাসীর সেবা করার সুযোগ দিবেন।