৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল সিলেট সিটি করপোরেশন নির্বাচন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
সোমবার (২ জুলাই) বেলা ১২টা থেকে মেয়র পদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। এসময় সিসিক মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী কাজী জসিম উদ্দিন, এহসানুল হক তাহের ও মোক্তাদির হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।
মো. আলীমুজ্জামান জানান, মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া ৩০০ ভোটারের নাম ঠিকানা এবং ভোটার নাম্বার মিল না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এই তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের মধ্য দিয়ে সিসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৬ জনে। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপির মনোনীত আরিফুল হক চৌধুরী, বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন, মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের ও সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর।
তাদের মনোনয়নপত্র গ্রহণযোগ্য হয়েছে বলেও জানান সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
এর আগে গতকাল রোববার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে প্রথম দিনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে ৭ জন সাধারণ কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী।