এলাকাবাসীকে সাথে বর্তমান কাউন্সিলর সৈয়দ মিসবাহ’র মনোনয়ন সংগ্রহ
এলাকাবাসীকে সাথে নিয়ে আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে , ওয়ার্ডবাসীর সেবা করার অঙ্গীকারে বর্তমান কাউন্সিলর প্রার্থী সৈয়দ মিসবাহ উদ্দিন বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মো: আলাউদ্দিনের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। মনোনয়ন সংগ্রহকালে তাকে প্রাণবন্ত দেখা যায়। এসময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন মো: আবুল কালাম আজাদ, মো: এনামুল হক অপু, মো: তারেক চৌধুরী, মো: শহীদুল ইসলাম, মো: রফিকুল ইসলাম, তাজুল ইসলাম চৌধুরী সুমন, কামরুল হোসেন চৌধুরী তানভীর ও ঊপজেলা নির্বাচন কর্মকর্তা ( বিয়ানীবাজার ) সৈয়দ কামাল হোসেন সহ উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ । তিনি ওয়ার্ডবাসীর কাছে প্রাথনা কামনা করেছেন।সৈয়দ মিসবাহ উদ্দিন ১৯৯৫ সালে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন। তিনি ২০০২ সালের নির্বাচনেও পুনর্নিাচিত হন। ২০১৩ সালের ১৫ জুন তিনি পুনরায় কাউন্সিলর নির্বাচিত হন, শাহজালাল উশহরের ব্লক-এ, ব্লক-বি, ব্লক-সি, ব্লক-ডি, ব্লক-ই, ব্লক-এফ, ব্লক-জি, ব্লক-এইচ, ব্লক-আই, ব্লক-জে এবং বাংলাদেশ ব্যাংক কলোনী নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড গঠিত।