ডিজিটাল ওয়ার্ড প্রতিষ্ঠা করতে কাউন্সিলর প্রার্থী মো. দিদার হোসেন রুবেল

মবরুর আহমদ সাজু সিলেট : আগামী ৩০ জুলাইর মধ্যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন তাই সিলেট সিটি কর্পোরেশনের মহযজ্ঞকে সামনে রেখে নির্বাচনী প্রার্থীদের প্রচারণা চলছে সকাল সন্ধ্যা। একই সাথে ভোটাররাও বিগত নির্বাচনে বিজয়ী প্রার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের হিসাব-নিকাশও শুরু করে দিয়েছেন। এলাকাবাসী জানান, এবার ভোট প্রয়োগে ভোটারগণও থাকবেন সচেতন। এলাকার সঠিক উন্নয়নের স্বার্থে সঠিক প্রার্থীকে ভোট দেবেন তাঁরা। দলীয় প্রভাব পড়বে সিটি নির্বাচনে। নগরীতে সর্বত্র বয়ে যাচেছ নির্বাচনী উত্তাপ। ভোটের তারিখ ঘোষণা করায় মানুষের মুখে মুখে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। কে হচেছন ২২ নম্বরের কাউন্সিলর? নবীন প্রবীন কে কেন্দ্র করে এখন উৎসবমুখর এ ওয়ার্ড।

প্রতিদিনের ধারাবাহিক ওয়ার্ড পরিক্রমায় সিলেটে সময়ের সাথে একান্তে কথা বলেন তরুণ সমাজ সেবক মো. দিদার হোসেন রুবেল তিনি বলেন সিলেট সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কে সুন্দর ডিজিটাল ওয়ার্ড প্রতিষ্ঠা করতে এবার তিনি কাউন্সিলর প্রার্থী  হচ্ছেন , সরেজমিন ঘুরে দেখাযায় শাহজালাল উশহরের ব্লক-এ, ব্লক-বি, ব্লক-সি, ব্লক-ডি, ব্লক-ই, ব্লক-এফ, ব্লক-জি, ব্লক-এইচ, ব্লক-আই, ব্লক-জে এবং বাংলাদেশ ব্যাংক কলোনী নিয়ে নিয়ে এ ওয়ার্ড গঠিত হলেও নানা সমস্যায় জর্জরিত বাসিন্দারা।সিসিক থেকে যেসব শর্তে আবাসিক প্লট বরাদ্দ দেয়া হয়েছে তা অমান্য করে বাণিজ্যিকীকরণ করে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বিভিন্ন দোকান, খাবার হোটেল, ক্লিনিক, হাসপাতাল, ব্যাংক, বীমা, শো-রুম, স্কুল, কলেজ । ফলে নাগরিক দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ওয়ার্ডে মশার উপদ্রব প্রকট  রয়েছে জলাবদ্ধতা
ই ব্লকের ভোটার রাশেদ বলেন মানুষ চায় পরিবর্তন এ নতুনত্ব ।  তরুণ ভোটাররা বলছেন  উদিয়মান সমাজসেবক রুবেল দীর্ঘদিন  এলাকা জনসেবার সঙ্গে যুক্ত থাকার ফলে এলাকার লোকজন তার নিরবিচ্ছিন্ন কাজের জন্য জনপ্রতিনিধি হিসেবে তাকে বিজয়ী করতে মরিয়া হয়ে উটছেন বলে জানান বাসিন্দারা। এদিকে কাউন্সিলর প্রার্থী দিদার হোসেন রুবেল বলছেন জনগণ তার নিবেদিত কাজের মুল্যায়ন  করলে ওয়ার্ডে জনগণের সেবার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। এছাড়া বিজয়ী হলে ২২ নম্বর ওয়ার্ডটিকে একটি ডিজিটাল হিসেবে পূর্ণাঙ্গ মডেল ওয়ার্ডে রূপান্তর করবেন।  তিনি ইতোমধ্যে মনোননয় সংগ্রহ করে গণসংযোগে ব্যস্ত হয়ে উঠান বৈঠক করছেন। আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, ২২ নং ওয়ার্ডে মোট ভোটার ১০ হাজার ১৬০ জন। এদিকে ২২ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে যারা আলোচনায় রয়েছেন তারা হলেন বর্তমান কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, মাছুম আহমদ. দিদার হুসেন রুবেল, ও সাবেক কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম রয়েছেন,  তবে লক্ষনীয় ফেক্টর  আলোচনার কেন্দ্রবিন্দ্রু কেবল তারুণ্যের জয়কলি । এই ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা বর্তমানে মাঠে না থাকলেও সাংগঠনিকভাবে আওয়ামী লীগ ও সতন্ত্র সম্ভাব্য প্রার্থীরা তাদের কার্যক্রম শুরু করেছেন বেশ জোরেশোরেই। প্রার্থীদের কেউ ভোট ও দোয়া কামনা করে টানিয়েছেন নানা রঙের পোস্টার, ব্যানার ও ফেস্টুন। আর ভোটররা বলছেন, ওয়ার্ডের সমস্যা ব্যাপক। সিলেটর  সময়কে কাউন্সিলর প্রার্থী দিদার হুসেন রুবেল বলেন সামাজিকভাবে সব সমস্যা চিহ্নিত করে তা সমাধান করার চেষ্টা করব। এলাকার লোকজন ও সামাজিক আন্দোলনের নেতাকর্মীরা এবার তাকে নির্বাচনে অংশ নেয়ার জন্য অনুরোধ করছেন। দলমতের ঊর্ধ্বে থেকে কাউন্সিলর হয়ে তাদের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

এ বিভাগের অন্যান্য