সিলেটে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮ টায়
সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত প্রতিবারের ন্যায় এবারও ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। সেখানে ঈদের প্রধান জামাত শুরু হবে সকাল সাড়ে ৮ টায়।
ঈদের জামাতে ইমামতি করবেন সিলেট বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলনা কামাল উদ্দিন। এর আগে বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ।
এসব তথ্য নিশ্চিত করেছেন শাহী ঈদগাহের মোতাওয়াল্লি জহির বক্ত।