কুলাউড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত
কুলাউড়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দার ইসলাম উদ্দিন ওরফে ইসলাম আলী (৪৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মে) ভোরে উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ইসলাম উদ্দিন ওরফে ইসলাম আলী জেলার কমলগঞ্জ উপজেলার কুমারকাপন গ্রামের মতসিন আলী ওরফে তমছির আলীর ছেলে।
কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলকম তালুকদার জানান, ভোর ৪টার দিকে কুলাউড়া থানা পুলিশের কাছে খবর আসে পাবই গ্রামে ডাকাত দল হানা দিয়েছে। এসময় পুলিশ ওই এলাকায় দ্রুত পৌঁছালে ডাকাতদল টের পেয়ে যায়। এ সময় একটি বাঁশঝাড়ে নিচে ১০/১২ জন ডাকাত অবস্থান করছিল। তারা পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুড়তে শুরু করে। এক পর্যায়ে পুলিশ আত্মরক্ষার্থে পালটা গুলি চালালে কিছুক্ষণ পর গুলি বিনিময় বন্ধ হয়ে যায়। তখন আশপাশ খুঁজে ইসলাম উদ্দিন ওরফে ইসলাম আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরে সকালে স্থানীয়দের কাছ থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
তিনি আরো জানান, ইসলামের কাছ থেকে একটি লোকাল গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া তার পাশ থেকে ৫ টি রামদা উদ্ধার করা হয়েছে। সে আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে থানায় ১০ টির বেশি মামলা রয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মমর্তা (ওসি) শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এডিশনাল এসপি (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ জানান, তার বিরুদ্ধে ১০টি বেশি মামলা রয়েছে।