রমজান মাসে সিলেটে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত

পবিত্র রমজান মাসে নগরীতে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ঘাসিটুলায় নকল ঘি’র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। অন্যদিকে, জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে। সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায়ও খাদ্যে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
গতকাল সোমবার ভোগ্যপণ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান ফুলকলির বন্দরবাজার শাখাকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমের অভিযানে এ জরিমানা করা হয়। ফুলকলি ছাড়াও সড়কের উপর পণ্য রাখা, মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত মূল্য রাখার দায়ে আরো তিনটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম ছাড়াও বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পুলিশ এ অভিযানে অংশ নেয়।
অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া জানান, মেয়াদউত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য রাখার দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযানকালে ফুলকলি ছাড়াও বন্দরবাজারের ত্রিবেদী স্টোরকে ৩ হাজার টাকা এবং রাস্তার উপরে সবজি নিয়ে বসা ও অতিরিক্ত মূল্য রাখার দায়ে দুই সবজি ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান তিনি। রুমাইয়া বলেন, এদের আগেও সতর্ক করা হয়েছিল। কিন্তু তারপরও তারা মূল্য তালিকা রাখেনি ও সড়ক থেকে পণ্য সরায়নি।
অন্যদিকে, নগরীর ঘাসিটুলায় একটি নকল গাওয়া ঘি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবা দুপুরে এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইসতিয়াক ইমনের সমন্বয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে নির্মল বাবু ঘোষ গাওয়া ঘি তৈরীর কারখানাকে নকল ঘি তৈরীর অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নকল ঘি তৈরীর কারখানা থেকে ১৯৫ কেজি ভেজাল ঘি এবং ঘি তৈরীর বিভিন্ন রং ও কেমিক্যাল জব্দ করে র‌্যাব।
র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মা. মনিরুজ্জামান জানান, আদায়কৃত অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়েছে।
জগন্নাথপুর(সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় ভেজাল খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগে গতকাল সোমবার দুটি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৪০০ টাকা জরিমানা আদায় করেছে। দোকান দুটি হলো হাসান ভেরাইটিজ স্টোর ও মিসির আলী স্টোর। এর মধ্যে হাসান ভেরাইটিজ স্টোর’কে ১ হাজার ২শ’ টাকা ও মিসির আলী স্টোরকে ২শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়াও দোকান দুটি থেকে প্রায় ১০ হাজার টাকার মালামাল ধ্বংস করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ ভেজাল খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগে এ দু’টি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য পরিদর্শক লতিফুল বারী, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান,রমজান মাস উপলক্ষে ভেজাল খাদ্য দ্রব্যের ওপর অভিযান চালানো হয়েছে। গতকাল সোমবার দু’টি দোকানে অভিযান চালিয়ে ভেজাল খাদ্য সামগ্রীর প্রায় ১০ হাজার টাকার মালামাল নষ্ট করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য