পবিত্র রমজান উপলক্ষে সাবেক মেয়র কামরানের শুভেচ্ছা

 

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান সম্মানিত নাগরিকবৃন্দকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রহমত ও নাযাতের এ পবিত্র মাস মহান আল্লাহর এক করূনাময় দান। পবিত্র এ মাসে এক মাস সিয়াম সাধনারত হয়ে আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ হয়। তাই এ সুযোগকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার পাশাপাশি নিজেদের সংযত করে পবিত্রতা বজায় রাখতে হবে। পবিত্র এ মাসে রোজাদারগণের কথা বিবেচনা করে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য ও ব্যবসায়ীবৃন্দকে আহ্বান জানান। মাহে রমজান উপলক্ষ্যে কামরান সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বিজ্ঞপ্তি।

এ বিভাগের অন্যান্য