সিলেট ইডেন গার্ডেন কলেজ এসএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
সিলেটে দু’শতাধিক শিক্ষার্থীদের মাঝে দু’পর্বে মানব সম্পদ উন্নয়ন মুহিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার রায়নগরস্থ ইডেন গার্ডেন কলেজ ক্যম্পাসে সকাল দশটায় এবারের (২০১৮) এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে সিলেট ইডেন গার্ডেন কলেজর পক্ষ থেকে। কলেজের শিক্ষিকা দিলরুবা’র পরিচালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম ইয়াহইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মু. মহিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ মু.ম.রহমান বুলবুল, । অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলায়াত কলেজের শিক্ষার্থী মারুফ আহমদ এসময় অনুষ্ঠানে অন্যন্যর মাঝে বক্তব্য রাখেন কলেজর প্রভাষক জসিম উদ্দিন, আজমাইল মিয়া, নইম উদ্দিন, মবরুর আহমদ সাজু, প্রমুখ এছাড়া শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন রিমা, সীমা. ফারজানা, আলম, সীমান্তিক,প্রমুখ।