হবিগঞ্জ টু শ্রীমংগল এক্সপ্রেসের বিরুদ্ধে ছাত্রী হয়রানীর অভিযোগ, বন্ধে নেই কোন পদক্ষেপ।
আছমা জান্নাত মনিঃলোকাল বাসে যাত্রী হয়রানি একটি নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই হাইওয়ে রোডে চলাচলকারী এই পরিবহন গুলোর বিরুদ্ধে শুনা যাচ্ছে নতুন নতুন অভিযোগ। কখনো বা যাত্রীদের সাথে ভাড়া নিয়ে হয়রানী কখনোবা অনাকাঙ্ক্ষিত ব্যবহারে যাত্রীরা প্রায়ই ভুক্তভোগী। তবে এবার শুধু সাধারন যাত্রীই নয়,ভুক্তভোগী স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ও।বাহুবল উপজেলার মিরপুর চৌমুহনাতে চলাচলকারী লোকাল পরিবহনের এই বাসগুলোর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।এই রোডে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া শত শত শিক্ষার্থী প্রতিদিন আসা যাওয়া করে।ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, বাসে ওঠার সময় বাসের হেল্পাররা তাদের গায়ে হাত দেওয়া সহ বিভিন্ন রকম ভাবে উত্যক্ত করে। এবং ছাত্রছাত্রীদের বাসে ওঠার সুযোগ না দিয়ে অনেক সময় বাস ছেড়ে দেওয়া হয় বাসে পর্ যাপ্ত পরিমান সিট থাকা সত্ত্বেও।এই নিয়ে বাহুবলের একটি স্কুলের সাবেক এক ছাত্র ফেইচবুক স্ট্যাটাস ও ভিডিও প্রকাশ করে।ভিডিও ফুটেজে ছাত্রী হয়রানীর একটি দৃশ্য দেখা যায়।উক্ত ঘটনার পর বাহুবলের বিভিন্ন মহলের মানুষের মধ্যে তীব্র নিন্দার ঝড় বইছে। সচেতন শিক্ষার্থীদের মন্তব্য,অচিরেই এই সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ না নিলে তারা প্রধান সড়ক অবরোধ করবে বলে জানায়।