কাজলশাহ এলাকায় সরকারি পুকুর থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার
সিলেট নগরীর কাজলশাহ এলাকায় সরকারি পুকুর সংস্কারের সময় একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পুকুরটি সংস্কারের সময় শ্রমিকরা গ্রেনেড দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
পরে কোতয়ালী মডেল থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করে। গ্রেনেডের গায়ে ১৯৬৪ সাল লেখা আছে।
গ্রেনেডটি নিষ্ক্রিয়করণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান- এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব।