বাংলা নববর্ষে বদরুল ইসলাম শোয়েব’র শুভেচ্ছা
বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষ্যে সকল শ্রেণির মানুষদের কে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষ্যে সম্মানীত নগরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সিলেটের সময় কে
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের দৈনন্দিন কার্যক্রম, ব্যবসা বার্নিজ্যসহ বিভিন্ন অনুষ্ঠান বাংলা পঞ্জিকার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তাই বাংলা নববর্ষ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। পুরাতনকে পিছনে ফেলে নতুন বার্তা নিয়ে নতুন বছরের আগমন সকলের কাছে আনন্দের। তিনি নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসবে এ কামনা করেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এ পূণ্যভূমি সিলেটে নতুন বছরে সম্প্রীতির এ বন্ধন আরোও সুদৃঢ় হবে এ প্রত্যাশা ব্যক্ত করে তিনি একটি সুখি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।