দক্ষিণ সুরমা থানা তালামীযের অভিষেক সম্পন্ন

ডেস্ক নিউজ:: উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানা শাখার ২০১৮-১৯ সেশনের অভিষেক অনুষ্ঠান (৫ এপ্রিল)বৃহস্পতিবার বিকেলে সংগঠনের বাবনা পয়েন্টস্থ থানার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সভাপতি জাহেদুর রহমান।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগর সাবেক সহ সভাপতি শেখ শফি উদ্দিন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহ সহ সভাপতি আব্দুল মছব্বির,সংগঠনের সিলেট পশ্চিম জেলার সহ শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসাইন,সিলেট সদর পূর্ব উপজেলার সাধারণ সম্পাদক শাহিন আহমদ প্রমুখ

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের দক্ষিণ সুরমা থানা সহ সভাপতি আব্দুর রাজ্জাক সাজু,রেদওয়ান রাজা,সহ সাধারণ সম্পাদক আহমেদ ফাহিম,সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতলিব,প্রমুখ।অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান সংগঠনের পশ্চিম জেলার সভাপতি জাহেদুর রহমান

এ বিভাগের অন্যান্য