‘এপ্রিলের ১৮ তারিখে বিয়ে করছি’
বিয়ের পিঁড়িতে বসছেন লাক্স-চ্যানেল আই সুপার স্টার সামিয়া সাঈদ। তিন বছরের পরিচয় শেষে বিয়ে করছেন ভিডিও কনটেন্ট নির্মাতা সাফাত চৌধুরীকে। যদিও প্রথম দিকে তাদের সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্ব, কিন্তু প্রস্তাব এসেছে সাফাত চৌধুরীর পক্ষ থেকেই। মার্চের ১৮ তারিখে তাদের আংটি বদল হয়েছে।
আজ ৫ এপ্রিল, বৃহস্পতিবার সামিয়ার বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে জানতে তার সঙ্গে যোগাযোগ করলে, ব্যস্ততার পাশাপাশি বিয়ের দিন-ক্ষণের কথাও উঠে আসে। সামিয়া বলেন, ‘এপ্রিলের ১৮ তারিখে বিয়ে করছি।’
সাধারণত বিয়ের দিন ধার্য করা হয় শুক্রবার। কিন্তু এপ্রিলের ১৮ তারিখ পড়েছে বুধবার। এ প্রসঙ্গে সামিয়া বলেন, ‘ওই দিন আমাদের সম্পর্কের তিন বছর পূর্তি হবে। এ উদ্দেশ্যেই ১৮ তারিখকে বিয়ের দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।’
বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আজ শুটিং নেই। বিশ্রাম নিচ্ছি। গতকাল (৪ এপ্রিল) আমি একটি টিভিসির শুটিং করেছি। রবির টিভিসি। আগামীকাল “দ্য জেনারেশন” সিরিয়ালের শুটিং আছে। এটিকে বিটিভির প্রথম মেগা সিরিয়াল বলা যায়।’
তিনি আরও বলেন, ‘একটা শর্টফিল্মে কাজ করছি, কিন্তু ওটার জাস্ট শুটিং করেছি। ওটার ডাবিং এখনো হয়নি। এ ছাড়াও এটিনএন বাংলায় মানিক ভাইয়ের (পরিচালক সাখাওয়াত মানিক) “মেঘে ঢাকা শহর” নাটক এবং এনটিভিতে রহমতুল্লাহ তুহিন ভাইয়ের “যখন কখনো” নাটকের কাজ করছি। এ ছাড়াও এনটিভিতে “রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শপ”-এর উপস্থাপনা করছি।’
ঈদের কাজ ও পহেলা বৈশাখের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সামিয়া বলেন, ‘ঈদের কাজ এখনো শুরু হয়নি আর পহেলা বৈশাখে তো এমনিতেই ঘোরাফেরা করি। বিয়ের জন্য পহেলা বৈশাখ নিয়ে চিন্তাই করছি না আমি (হা হা হা)।’
প্রশ্ন ছিল হবু বরের সঙ্গে শেষ কবে দেখা হয়েছে? উত্তরে সামিয়া বলেন, ‘এই তো, শেষ দেখা হয়েছে তিন দিন