দাবী আদায়ে সিলেটে চা শ্রমিকদের কর্মবিরতি, প্রতিবাদ সভা

মজুরী বৃদ্ধি ও চুক্তি বাস্তবায়নসহ চা শ্রমিকদের যাবতীয় দাবী দাওয়া মেনে নিতে প্রতিবাদ সভা ও ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন মালনীছড়া চা বাগানের শ্রমিকরা।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) সিলেট ভ্যালির ২২টি চা বাগানের কয়েক শতাধিক চা শ্রমিক লাক্কাতুরায় বিভাগীয় স্টেডিয়ামের প্রবেশদ্বারের সামনে প্রতিবাদ সভা করেন।

সভায় উপস্থিত ছিলেন ২২টি চা বাগানের ভ্যালি সভাপতি রাজু গোয়াল, মালনীছড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি জিতেন সবর, হিলুয়াছড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি মদন গঞ্জু, লাক্কাতুরা চা বাগানের পঞ্চায়েত সভাপতি সিতু লোহার, মালনীছড়া চা বাগানের সর্দার রতিলাল কালোয়ার, রাজু শা সহ কয়েক শতাধিক চা শ্রমিক।

দীর্ঘ ১৪ মাস যাবত চা শ্রমিকের মজুরি চুক্তি সম্পাদিত না হওয়ায় প্রতিবাদ সভায় ক্ষোভ প্রকাশ করেন চা শ্রমিক নেতৃবৃন্দরা।

এ বিভাগের অন্যান্য