ঝিনাইদহের পৌর মেয়রকে সম্মাননা প্রদান করল প্রত‌্যয় ফাউন্ডেশন

 

মো:মিফতাহ আহমেদ লিটন:

প্রত‌্যয় ফাউন্ডেশন ঝিনাইদহের পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদাদুল করিম মিন্টু কে সম্মাননা প্রদান করল।গত ২৯ মার্চ তিনি ব‌্যক্তিগত সফরে সাগরনালে আসেন।সেখানে তিনি বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।তার সফরসঙ্গী ছিলেন ২০১৭ সালে ইয়ং বাংলা এ‌্যাওয়ার্ডি ও কসাসের  সাধারন সম্পাদক প্রতাপ আদিত‌্য বিশ্বাস,কবি ও গবেষক সুমন শিকদার ও সাংস্কৃতিক ব‌্যক্তিত্ব কাজল বিশ্বাস।

তিনি প্রত‌্যয় ফাউন্ডেশন এর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং পরামর্শ প্রদান করে॥ এ সময় তিনি দক্ষিন সাগরনাল সরকারি প্রাথমিক বিদ‌্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটান।তিনি সেখানে তার জীবনের বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন।এসময় বিদ‌্যালয়ের প্রদান শিক্ষক লিয়াকত আলী,শিক্ষকমন্ডলী ও এলাকার গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গের উপস্থিতিতে মেয়রসহ তার সফর সঙ্গী সবাইকে সম্মাননা প্রদান করা হয়।উপস্থিত ছিলেন,আব্দুর রব(সহ সভাপতি ইউপি আওয়ামীলীগ),গৌরাঙ্গ দেব নাথ(সভাপতি বিদ‌্যালয় পরিচালনা কমিটি),আব্দুল হাসিম(সভাপতি ওয়ার্ড আওয়ামীলীগ)আনোয়ার হোসেন(বিÁান ও প্রযুক্ত সম্পাদক ইউ/পি আওয়ামিীলীগ),আব্দুস সুকুর(সাংগঠনিক সম্পাদক ইউ/পি যুবলীগ),বিদ‌্যালয়ের শিক্ষকদের মধ‌্যে উপস্থিত ছিলেন-আবুল কালাম,মাছূমা আক্তার,শিপ্রা দাস,এমদাদুল হক।ইয়ং বাংলার এ‌্যাওয়াডি প্রতাপ আদিত‌্য বিশ্বাস কে সম্মাননা তুলে দেন ২০১৭ সালের এ‌্যাওয়াডি প্রত‌্যয় ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক ও প্রধান সমন্বয়কারী মিফতাহ আহমেদ লিটন।পুরো আয়োজনে সার্বিকভাবে অংশগ্রহন করেন প্রত‌্যয়ের কো-অর্ডিনেটর সোস‌্যাল মিডিয়া মঈনুল ইসলাম,মুরসালিন আকিব রিফাত,তারেকুল ইসলাম,আকরাম খাঁন সুমন,সাইদুর রহমান প্রমুখ।মেয়র সাইদিুল করিম মিন্টু দক্ষিন সাগরনাল সরকারি প্রাথমিক বিদ‌্যালয়ের ছাত্র মুরাদ পিএসপি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া মেডেল পরিয়ে দেন।অনুষ্ঠান শেষে মেয়র সাইদুল করিম মিন্টু প্রত‌্যয় ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম দেখে বিশেষ করে অত্র এলাকার চা শ্রমিকদের সাথে কথা বলেন।সেখানে উপস্থিত চা-শ্রমিকের  সন্তানদের খবরা খবর নেন।বিকেলে তিনি জুড়ী উপজেলার দর্শনীয় স্থান ঘুরে দেখেন।সর্বশেষ তিনি ২০১৫ সালে এ‌্যাওয়াডি বিজয় রুদ্র পালের বাড়িতে যান এবং সেখানে কিছু সময় অবস্থান করেন,তার কার্য়ক্রম দেখেন সেখানে অবস্থিত স্কুলটি পরিদর্শন করেন ।তিনি সার্বিক সকল কার্যত্রম দেখে সন্তুস্ত হন এবং সহযোগিতার আশ্বাস দেন।

এ বিভাগের অন্যান্য