ভূমি দিবসের’ শুরুতেই এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

ফিলিস্তিনের গাজা উপত্যকার সীমান্তে  ইসরায়েলের সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছে সাত ফিলিস্তিনি। আহত হয়েছে  শতাধিক ফিলিস্তিনি নাগরিক।

৩০ মার্চ, শুক্রবার ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদে ৪২তম ভূমি দিবসের বিক্ষোভের সময় এই হতাহতের ঘটনা ঘটে।

আলজাজিরার খবরে জানানো হয়, ভূমি দিবসে গাজা সীমান্তের কাছে গিয়ে বিক্ষোভে অংশ নেয় হাজারো ফিলিস্তিনি। সে সময় ইসরায়েলের সেনাবাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে। 

গাজার পূর্ব জাবালিয়ায় ইসরায়লের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে মোহাম্মদ নাজ্জার নামের ২৫ বছর বয়সী ফিলিস্তিনি এক যুবক পেটে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। রাফাহ শহরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন আমিন মাহমুদ মুয়াম্মারিন নামের ৩৮ বছর বয়সী আরেক ফিলিস্তিনি।

আহমেদ ওদুদ নামের ১৬ বছর বয়সী এক কিশোরের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত হওয়া আরেক ফিলিস্তিনির নাম জিহাদ ফ্রেনেহ। তার বয়স ৩৩।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে হতাহতের বিষয়টি জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এই জাতীয় দিবস উপলক্ষে বিক্ষোভ শুরুর আগে গাজা উপত্যকার খান ইউনিস শহরের কাছে ইসরায়েলি সেনাদের হামলায় ৩১ বছর বয়সী এক কৃষক নিহত হন। তার নাম ওমর সামুর।

১৯৭৬ সালের ৩০ মার্চ ভূমি দখলের প্রতিবাদ জানাতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছিলেন ছয় ফিলিস্তিনি নাগরিক। এরপর ৩০ মার্চকে ‘ভূমি দিবস’ হিসেবে পালন করে ফিলিস্তিনিরা

এ বিভাগের অন্যান্য