সিলেট শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ৭১৫৬৩

সোমবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা:

সারাদেশের ন্যায় সিলেটেও আগামী সোমবার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সিলেট শিক্ষাবোর্ডে এবারও বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। কেন্দ্র ও কলেজের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
এদিকে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঠেকাতে থাকছে সিকিউরিটি টেপযুক্ত বিশেষ খাম। সেই সাথে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বোর্ড কর্তৃপক্ষের ৫’টি এবং শিক্ষকদের সমন্বয়ে গঠিত ১৯টি ভিজিল্যান্স টিম। বোর্ড কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেট এর অধীনে এবারের এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৭১ হাজার ৫শ’ ৬৩ জন। গত বছরের তুলনায় এ সংখ্যা বেড়েছে ৬ হাজার ৮৮ জন। সেই সাথে কেন্দ্র সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৯ টিতে এবং কলেজ সংখ্যা ২শ’ ৮৬ টিতে। গত বছর কেন্দ্র সংখ্যা ছিল ৭৭ এবং পরীক্ষায় অংশগ্রহণকারী কলেজ ছিল ২শ’ ৬৬টি।
এদিকে, বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার সকল আয়োজন ইতোমধ্যে সম্পন্ন করেছেন। প্রশ্ন ফাঁস ও ফাঁসের গুজব দূর করতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কাজ চলছে বলে জানিয়েছেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল কুদ্দুস। এ ব্যাপারে গত বুধবার ঢাকায় শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেছেন বলেও জানান তিনি।
সিলেট শিক্ষাবোর্ডের সচিব মোঃ মোস্তফা কামাল আহমদ  জানান, এবারের পরীক্ষায় প্রশ্নপত্র একটি খামে প্যাকেটজাত ও সিকিউরিটি টেপযুক্ত করে কেন্দ্রে প্রেরণ করা হবে। প্রত্যেক কেন্দ্রের প্রতিটি বিষয়ে একটি করে সিকিউরিটি খাম থাকবে। এছাড়া, পরীক্ষা নকল মুক্ত রাখতেও বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানান সচিব।
সিলেট শিক্ষাবোর্ডের গত কয়েক বছরের এইচএসসি পরীক্ষা সংক্রান্ত পর্যালোচনায় দেখা যায়, অন্যান্য বছরের তুলনায় এবার পরীক্ষার্থী, কেন্দ্র ও কলেজের সংখ্যা বেড়েছে। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৫ হাজার ৪শ’ ৭৫ জন। ২০১৬ সালে এইচএসসি পরীক্ষার্থী ছিল ৬৩ হাজার ৯শ’ ৫৭ জন। কেন্দ্র সংখ্যা ছিল ৭৬টি এবং কলেজ সংখ্যা ২৬৬টি। ২০১৫ সালে পরীক্ষার্থী ছিল ৫৮ হাজার ১শ’ ২৪ জন। কেন্দ্র সংখ্যা ছিল ৭৫টি।
এবারের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ৩২ হাজার ৮শ’ ৩৫ জন এবং ছাত্রী সংখ্যা ৩৮ হাজার ৭শ’ ২৮ জন। এর মধ্যে জেলাওয়ারী পরীক্ষার্থীর সংখ্যা সিলেটে ২৮ হাজার ৭শ’ ৬৭, হবিগঞ্জে ১৪ হাজার ৫৮, মৌলভীবাজারে ১৫ হাজার ২শ’ ৫২ এবং সুনামগঞ্জে ১৩ হাজার ৪শ’ ৮৬ জন ।
জেলাওয়ারী কেন্দ্র সংখ্যা হচ্ছে- সিলেটে ২৯, হবিগঞ্জে ১৮, মৌলভীবাজারে ১৩ ও সুনামগঞ্জে ১৯টি। এইচএসসি পরীক্ষায় জেলাওয়ারী অংশগ্রহণকারী কলেজের মধ্যে সিলেটে ১৩৯, হবিগঞ্জে ৪৩, মৌলভীবাজারে ৪৮ এবং সুনামগঞ্জে ৫৬টি কলেজ রয়েছে।
সিলেট শিক্ষাবোর্ডের সিস্টেম এনালিস্ট সরকার মোহাম্মদ আতিকুর রহমান জানান, আরো শ’ খানেক পরীক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে। আগামী রোববার এব্যাপারে সঠিক তথ্য নিশ্চিত করা যাবে বলেও জানান তিনি।
এদিকে, সিলেট শিক্ষাবোর্ড সূত্র জানায়, সম্প্রতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- সেট ভিত্তিক সকল প্রশ্ন একটি খামে প্যাকেটজাত ও সিকিউরিটি টেপযুক্ত করার কাজ পরীক্ষা শুরুর আগে একই দিনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সম্পন্ন হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ট্রেজারী থেকে প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ প্রহরায় কেন্দ্রে নিয়ে যাবেন। কোন সেট কোডে পরীক্ষা হবে তা পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে জানানো হবে। ৩০ মিনিট পূর্বে সকল পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে ইত্যাদি।

 

এ বিভাগের অন্যান্য