ফেঞ্চুগঞ্জে ৫ ইউপি নির্বাচন ৩টিতে বিএনপি, ১ আ’লীগ, ১ স্বতন্ত্র নির্বাচিত

ফেঞ্চুগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যে উপজেলার পাঁচটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৫টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপি, ১টি ইউনিয়নে আওয়ামীলীগ ও একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দায়িত্বরত রিটার্নিং অফিসাররা রাত পৌনে দশটায় প্রার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ফলাফলে ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ বদরুদ্দোজা আনারস প্রতীকে ৫৫৪৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে জাহিরুল ইসলাম মুরাদের প্রাপ্ত ভোট ৩৮৬৪। ২নং শাইজগাঁও ইউনিয়নে ধানের শীষ প্রতীকে উপজেলা বিএনপির সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী ৫১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের জুবেদ আহমদ চৌধুরী শিপু পেয়েছেন ৪২২৫ ভোট। ৩নং ঘিলাছড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী লেইছ চৌধুরী নৌকা প্রতীকে ৭৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আপ্তাব আলী পেয়েছেন ৪৪৬৬ ভোট। ৪নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থী আহমদ জিলু ধানের শীষ প্রতীকে ৩৫৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের লুদু মিয়া পেয়েছেন ২৭৯৮ ভোট। ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোঃ এমরান উদ্দিন ধানের শীষ প্রতীকে ২৫৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান মিঠু ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ১৪৭৫টি।

এ বিভাগের অন্যান্য