কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে ২ তরুণ-তরুণী নিহত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী ২৩১/১ মাইল খুঁটির কাছে ট্রেনে কাটা পড়ে দুই আদিবাসী তরুণ-তরুণীর নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ মার্চ) ভোর রাতে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা উপবন ট্রেনে কাটা পড়ে তারা নিহত হন।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুজনের নাম জয় ও সন্ধ্যা। এদের মধ্যে জয় কুলাউড়া ডিগ্রী কলেজের ছাত্র ছিলেন। তাদের উভয়ের বাড়ি মেরিনা চা পানপুঞ্জি এলাকায়।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ওই দুজন আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তাদের সাথে থাকা দুটি মোবাইল ফোন ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।