‘স্বপ্নজাল’ মুক্তি পাচ্ছে ৬ই এপ্রিল

পর্দায়উঠতে যাচ্ছে গিয়াসউদ্দিন সেলিমের নতুন চলচ্চিত্র ‘স্বপ্নজাল’। আগামী ৬ই এপ্রিল ঢাকাসহ সারাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে চলচ্চিত্রটি। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত দর্শক নন্দিত সিনেমা ‘মনপুরা’ মুক্তির নয় বছর পর ‘স্বপ্নজাল’ সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। ‘স্বপ্নজাল’ ছবিটির নিবেদক হিসেবে থাকছে দেশের জনপ্রিয় বেকারি পণ্যের ব্র্যান্ড অলটাইম। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস। বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

ছবির পরিচালক গিয়াসউদ্দিন সেলিম জানান, ‘স্বপ্নজাল সিনেমাটি দুটি প্রাণের বাঁধন হারা এক প্রেমের গল্প। ডাকাতি, সংঘাত, গুম আর কূট কৌশলের আবর্তে পড়ে দুজন বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু দুজনের মিলনের আকুল আকাক্সক্ষায় তৈরি হয়েছে এই প্রেমের গল্প। আশা করি, মনপুরা’র মতো স্বপ্নজাল’ও দর্শকদের কাছে ভাল লাগবে। তিনি আরও বলেন, আমরা চেয়েছি ‘স্বপ্নজাল’ সিনেমায় দেশীয় কোন প্রতিষ্ঠান সম্পৃক্ত হোক। অল টাইম কর্তৃপক্ষকে এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অল টাইমের হেড অব মার্কেটিং মনিরুল ইসলাম বলেন, ‘মনপুরা’ ছবির মতো স্বপ্নজাল’ও সব শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয়তা পাবে বলে আশা করছি। আমাদের ব্র্যান্ড অল টাইম এরই মধ্যে সব শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। এই চলচ্চিত্রটির সঙ্গে সঙ্গে অলটাইমও সবার হৃদয়ে পৌঁছে যাক সে লক্ষ্যে আমরা এর সঙ্গে সম্পৃক্ত হয়েছি। ‘স্বপ্নজাল’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। এছাড়া অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে। এ বিষয়ে পরীমনি বলেন, ছবিটি আমার অভিনয় জীবনের বড় অভিজ্ঞতা হয়ে থাকবে। আশা করি ‘স্বপ্নজাল’ দর্শকদের মনে জায়গা করে নেবে। এ  ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন গিয়াসউদ্দিন সেলিম নিজেই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশন এর জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) আতাউর রহমান ও প্রাণ-আরএফএল গ্রুপের জেনারেল ম্যানেজার (মিডিয়া) সুজন মাহমুদসহ ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট কলাকুশলীরা।

এ বিভাগের অন্যান্য