স্বাধীনতা ও জাতীয় দিবসে রক্তদান কর্মসূচি

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মাধ্যমে সারা দেশের ন্যায় সিলেটেও পালিত হচ্ছে ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।২৬ মার্চ ভোর থেকেই নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে ঢল নামে সর্বস্তরের মানুষের। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শহীদ মিনারেমুখী মানুষের ঢল। অনেকের হাতে ছিল লাল-সবুজের পতাকা।সকাল ৮টায় সারাদেশের মতো সিলেটেও একযোগে গাওয়া হয়েছে জাতীয় সংগীত। করা হয় জাতীয় পতাকা উত্তোলন। সিলেট জেলা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন।বিভিন্ন সরকারি, বেসরকারি ও সায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পৃথকভাবে পালন করছে নানা কর্মসূচী। কর্মসূচীর মধ্যে রয়েছে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, রক্তদান কর্মসূচী ইত্যাদ এদিকে জাতীয় দিবসে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে অত্যন্ত ভাব-গাম্বীর্যেরমধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করে। কলেজ ও হাসপাতাল কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে ছিল জাতীয়  স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসকাল ১২.৪৫ মিনিটের সময় সন্ধানী, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক কলেজের লেকচার গ্যালারীর সম্মুখে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা.মো. তারেক আজাদ, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা.শাহ জামাল হোসেন, হাসপাতালের উপ-পরিচালক (সি.সি) ডা. আরমান আহমদ শিপলু, ডেন্টাল সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক (সি.সি) ডা. শফিকুল আলম প্রমুখ

এ বিভাগের অন্যান্য