সিলেট নগরীতে শাবি ছাত্র খুন
সিলেট নগরীর কীনব্রীজের দক্ষিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী আল সালাম খুন হয়েছেন । রোববার রাত প্রায় একটায় একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে । তিনি ঢাকায় যাওয়ার জন্য কদমতলী বাস টার্মিনালের উদ্দেশে যাচ্ছিলেন । তাৎক্ষনিকভাবে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে হাসপাতালেই তিনি মৃত্যু বরন করেন । নিহত মেহেদী আল সালাম সিলেট নগরীর মদীনা মার্কেটের বাসিন্দা । তার পিতা প্রয়াত এডভোকেট আব্দুস সালাম সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী ছিলেন । এ ঘটনায় মেহেদীর পরিবার ও স্বজনদের মাঝে আহাজারী চলছে ।
সিলেটের অতিরিক্ত পিপি ও মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট শামসুল ইসলাম নিহত মেহেদীর আপন খালু ।