জীবনে লক্ষ্য না থাকলে সফল হওয়া যায় না: মো.সামসুর রহমান

সবেমাত্র এসসসি পরীক্ষা শেষ হয়েছে অপেক্ষা কেবল ফলের। আর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবার পর উত্তীর্ণ শিক্ষার্থীদের লক্ষ্য থাকে উচ্চমাধ্যমিক পড়াশোনার তবে বলতে হবে এই প্লার্টফর্ম জীবনের বীজ রচনার  স্তর বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা ক্যারিয়ারের ভিত এখানেই রচিত হয়। তাই এ সময় সিদ্ধান্ত নিতে হবে সতর্ক এবং সচেতনভাবে। এ জন্য ঠিক করতে হবে লক্ষ্য। জীবনে লক্ষ্য না থাকলে সফল হওয়া যায় না। লক্ষ্য নির্ধারণের আগে নিজেকে জানুন আপনি কী হতে চান, কেন হতে চান, কী করতে আপনার ভাল লাগে। নিজের আগ্রহের বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা জরুরী। শুধু আগ্রহ থাকলেই হবে না, সেই আগ্রহ পূরণের জন্য মেধা বা পারিপার্শ্বিক সামর্থ্য আছে কিনা তাও ভেবে দেখতে হবে।জীবনে লক্ষ্য না থাকলে সফল হওয়া যায় না, এপ্রসেঙে নবীন প্রজন্মর ক্যারিয়ার নিয়ে কথা বলেছেনে সিলেটের প্রতিশ্রুতিশীল শিক্ষক সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‍সিলেট কমার্স কলেজের রেক্টর মো: শামসুর রহমান। যিনি অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্বপালন করছেন দীর্ঘদিন তার কথায় ফোটে এসেছে তরুণ তরুণীদের সামনের ক্যারিয়ার নিয়ে সম্ভাবনময় আশার আলো । নবীন প্রজন্মকে আলোর বাতি জ্বালানোর জন্য এগিয়ে যাবার নতুন প্রয়াসের কথায় ক্যারিয়ার সিলেটের সময়ের প্রতিবেদেকের মুখোমুখি হয়েছিলেন সময়ের ক্যারিয়ারে প্রতিবেদনে পাঠকের জন্য তুলে ধরা হল।
প্রশ্ন ক্যারিয়ার :কেমন আছেন?
শামসুর রহমান : আলহামদুলিল্লাহ ভালো
প্রশ্ন ক্যারিয়ার: সবে মাত্র এসএসি পরীক্ষা শেষ হয়েছে ফলপ্রাপ্তি সবিাই একটি প্রশ্ন সবার মনে মনে ভালো ফল নিয়ে ভালো কলেজে সুযোগ পায় না অনেক শিক্ষার্থী কি বলবেন?
শামসুর রহমান: শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি দেশ বা জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে প্রয়োজন শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী। আর তা এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে প্রযুক্তিগত শিক্ষা। বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারপূর্বক যুগোপযোগী করে তুলতে হবে। শিক্ষাক্ষেত্রে মৌলিক সমস্যাগুলোর সমাধান হলে সার্বিকভাবে এর মান বৃদ্ধির সঙ্গে নৈতিকগুণাবলী অর্জন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হবে। এ অবস্থায় পরিস্থিতি উন্নয়নে শিক্ষকদের গুণগত মান বাড়ানো, শিক্ষাখাতে আর্থিক প্রণোদনা বাড়ানো, বেসরকারি খাতকে সম্পৃক্ত করা এবং শিক্ষার্থীদের অগ্রগতি পরিমাপ ব্যবস্থার উন্নতি ঘটানো জরুরি।
ক্যারিয়ার ডেস্ক : মানসম্মত শিক্ষা প্রদানে সিলেট কমার্স কলেজ কতটুকু ভূমিকা পালন করছে ?

শামসুর রহমান : দেখেন সিলেটের উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের প্রথম পছন্দের কলেজ গুলোর মধ্যে অন্যতম। ১২ বছর ধরে স্বণামধন্য এ কলেজটি অনেক ব্রতচারী ও ব্রতচারিনী দ্বারা পরিচালিত হয়ে আসছে এবং মানসম্মত যুগোপযোগী মূল্যবোধভিত্তিক গুণগত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা মূলত চেষ্টা করি শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দিতে। কিছুসীমাবদ্ধতা থাকা সত্বেও আমরা চেষ্টা করি প্রাকটিক্যালের ওপর জোর দিতে দাবি করি যেমন ধরুন, শুধু পাঠ্যপুস্তকে নয় বাস্তবধর্মী শিক্ষা প্রদানেরমাধ্যমে আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করি।
ক্যারিয়ার ডেস্ক: আপনার কলেজে আগের তুলনায় এখন শিক্ষার্থীদের কারিগরি ও ব্যবসা শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে। এর পেছনের কারণ কী ?
শামসুর রহমান: এমন অনেক শিক্ষার্থী আছেন যারা জেনারেল লাইনে পড়াশুনা করে বেকার আছেন। কিন্তু কারিগরি ও ব্যাবসা শিক্ষা নিয়ে কেউ বেকার থাকে না। শুধু চাকরি নয়, নিজেএকটি ল্যাব বা ওয়ার্কশপ করেও কর্মসংস্থানের সুযোগ করতে পারে। অর্থাৎকর্মসংস্থানের সুযোগ থাকায় ব্যাবসা শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহবাড়ছে।

ক্যারিয়ার ডেস্ক: চাকরির বাজারে দেশের তরুণ-তরুণীরা নিজেদের কীভাবে টিকিয়ে রাখতে পারে?
শামসুর রহমান: শিক্ষার্থীদের আগে লক্ষ্য ঠিক করতে হবে। সে কী করতে চায়। লক্ষ্যটাকে ঠিক করে চোখ-কান খোলা রেখে সেই অনুযায়ী কাজ করতে হবে।
ক্যারিয়ার ডেস্ক: শিক্ষার্থী এবং অবিভাবকদের প্রতি আপনার পরামর্শ কী ?
শামসুর রহমান: প্রথমে আমি অবিভাবকদের বলব, সন্তানদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগদিন। তারা কী চায়, তারা কোন বিষয়ে পড়াশুনা করতে চায়, কী হতে চায়। আরশিক্ষার্থীদের উচিত নিজের জায়গা থেকে সর্বোচ্চ ভালোটা করা।

ক্যারিয়ার ডেস্ক: এসএসসি পাসের পর একাদশ শ্রেণীতে সঠিক গাইডলাইন বলে মনে করেন কী:
সামসুর রহমান: পুরোনো সব ব্যর্থতা, হতাশা, না পাওয়ার গ্লানি মন থেকে ঝেড়ে মুছে ফেলে জীবনযাপনে নতুন প্রত্যাশার আলো জ্বালাতে সবাই যার যার মতো প্রস্তুতি নিবে নতুন করে নতনদের প্রাপ্তি- নিয়েও শিক্ষাঙনে চলেছে নানা কল্পনা। হিসেবের খাতায় হয়তো উঁকি দিয়েছে সাফল্য। জানেন তো, হোঁচট খাওয়ার জায়গাটিই মানুষ বেশি মনে রাখে। কয়েক যুগথেকে তরুন প্রজন্মও ক্যারিয়ার একটি জনপ্রিয় শব্ধ প্রতি বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসেছে একাদশে নতুন স্বপ্নর বীজ বপনের সময়। নতুন বছর স্বপ্নের সম্ভাবনায়ি এগিয়ে যাবে আমাদের প্রজন্মরা।নবীন প্রজন্মর ক্যারিয়ার নিয়ে প্রত্যাশা অনেক ভাবনা ভিন্ন! শুনালেন আলোর বানী সিলেট কমার্স কলেজের রেক্টর নতুন বছরে তরুন প্রজন্মর প্রত্যাশা জানালেন আজকের তরুন প্রজন্ম শামসুর রহমান যিনি দীর্ঘদিন দক্ষতার সাথে মানব সেবার পাশাপশি কলেজের দায়িত্ব পালন করে আসছে ক্যাম্পাসে তারন্যর সেতু বন্ধন করা তিনি কলেজের শিক্ষার্থীদের কে ভালোবাসার ও সৃজনশীল কাজে অনুপ্রেরনা দেয়া দিয়ে তার দিনের সুচনা!অবশ্য তারুণ্য নিয়ে একটু আলাদা করে ভাবেন যার কাজ তাই বছর শেষে নিজের হোঁচট খাওয়ার জায়গাগুলোকে সংশোধন করে নতুন চিন্তা, নতুন পরিকল্পনা করা জরুরি। পরিকল্পনাহীন জীবন থাকে এলোমেলো, বিশৃঙ্খল, লক্ষ্যহীন। একসময় সেই জীবন ব্যর্থতা আর বিপর্যয়ের করাল গ্রাসে হারিয়ে যায়। দীর্ঘদিন ধরে একঘেয়ে জীবনযাপনে অনেকেই হয়তো ক্লান্ত-বিরক্ত হয়ে পড়েছেন। জীবনকে বড্ড পানসে, বিরক্তিকর, ক্লান্তিকর মনে হচ্ছে। নতুন বছরে জীবনকে বৈচিত্র্যের ছোঁয়া আনন্দময়, উপভোগ্য ও তাত্পর্যময় করে তোলার লক্ষ্যে আপনাকে নিজের সামর্থ্য ও সুযোগকে বিবেচনায় আনতে হবে নতুন বছরে ‘শিক্ষাঙ্গন’ কেমন যেতে পারে। এ নিয়ে সিলেট কমার্স কলেজের তরুন পরিচালক শামসুর রহমান সাথে সাথে কথা বলে এমন প্রশ্নের উত্তর খুঁজেছেন কচির সিনিয়র প্রতিবেদক প্রথমে তিনি কলেজের সকলকে সাধুবাধ জানিয়ে বলেলন প্রগতিশীল কথাশিক্ষার মান বাড়াতে হলে দক্ষ শিক্ষকের সংখ্যা বাড়াতে হবে। আর এজন্য তাদের সুযোগ-সুবিধাও আরো বাড়ানো প্রয়োজন। শিক্ষার মানের অবনতির পেছনে বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থাও কম দায়ী নয়। তাই যেসব কারণে শিক্ষার গুণগতমানের অবনতি ঘটেছে, সেগুলো চিহ্নিত করে বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারপূর্বক যুগোপযোগী করে তুলতে হবে। শিক্ষাক্ষেত্রে মৌলিক সমস্যাগুলোর সমাধান হলে সার্বিকভাবে এর মান বৃদ্ধির সঙ্গে নৈতিকগুণাবলী অর্জন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হবে। এ অবস্থায় পরিস্থিতি উন্নয়নে শিক্ষকদের গুণগত মান বাড়ানো, শিক্ষাখাতে আর্থিক প্রণোদনা বাড়ানো, বেসরকারি খাতকে সম্পৃক্ত করা এবং শিক্ষার্থীদের অগ্রগতি পরিমাপ ব্যবস্থার উন্নতি ঘটানো জরুরি। আমরা কী ধরনের উন্নয়ন চাই, তার সঙ্গে শিক্ষা ব্যবস্থার রয়েছে সম্পর্ক।

ক্যারিয়ার ডেস্ক: সময়ের ক্যারিয়ারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ
শামসুর রহমান: ধন্যবাদ আপনাকে…

এ বিভাগের অন্যান্য