বঙ্গবন্ধুর জন্মদিনে প্রত্যয়ের ভিন্ন, আয়োজনন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রত্যয় ফাউন্ডেশন নানা আয়োজন করে।জুড়ীর দক্ষিন সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছোট্ট সোনামণিদের নিয়ে দিনব্যাপী এ আয়োজনে ছিল কুইজ,চিত্রাঙ্কন,রচনা,উপস্থিত বক্তৃতা। শিশু শ্রেনী থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবনী আর শিশু দিবস নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন শাহিন আহমেদ,সাধারন সম্পাদক(ইউনিয়ন আওয়ামীলীগ),মোঃ লিয়াকত আলী,প্রধান শিক্ষক(দক্ষিন সাগরনাল সরকারি প্রাঃ বিদ্যালয়),নিজাম উদ্দিন(সদস্য বিদ্যালয় পরিচালনা পর্ষদ),বিশিষ্ট মুরব্বি মতিন মিয়া,রোসনা বেগম(সদস্য বিদ্যালয় পরিচালনা পর্ষদ),আবুল কালাম(সহকারি শিক্ষক),এমদাদুল হক(সহকারি শিক্ষক),প্রত্যয় ফাউন্ডেশনের মোঃ মিফতাহ আহমেদ লিটন,তারেকুল ইসলাম,আকরাম খাঁন সুমন,সাইফুল ইসলাম।
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
বিজয়ীরা হলেন,কুইজে-কুসুম জান্নাত মিলি(১ম স্থান),পিংকি রানি নাথ(২য় স্থান),সাদমান সাকিব সানি(৩য় স্থান),চিত্রাঙ্কনে-মাহিদা আক্তার ইমা(১ম স্থান),আখিঁ দেব নাথ(২য় স্থান),সৃষ্টি দাস(৩য় স্থান),রচনাতে-অন্নপূর্ণ দেব নাথ(১ম স্থান),আখিঁ দেব নাথ(২য় স্থান),সালমান আহমদ সায়েম(৩য় স্থান),বক্তৃতাতে-অন্নপূর্না দেব নাথ(১ম স্থান),সালমান আহমেদ সায়েম(২য় স্থান),আখিঁ দেব নাথ(৩য় স্থান)অধিকার করে।