ফাইনালে উঠতে বাংলাদেশের টার্গেট ১৬০

 

ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনাল নির্ধারণী ম্যাচে ৪১ রানে পাঁচ উইকেট হারানোর ধাক্কা সামলে বাংলাদেশকে ১৬০ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। ঘুরে দাঁড়ানো ব্যাটিংয়ে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন কুশল পেরেরা ও থিসারা পেরেরা।

১৯তম ওভারে থামেন ওয়ানডাউনে নামা কুশল পেরেরা। তার ৪০ বলে ৬১ রানের দায়িত্বশীল ইনিংসটিতে ছিল ৭টি চার ও ১টি ছক্কার মার। শেষ ওভারে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন থিসারা পেরেরা। ঝড়ো ব্যাটিংয়ে ৩টি করে চার-ছক্কার সাহায্যে করেন ৩৭ বলে ৫৮। শেষ পর্যন্ত দলীয় সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৫৯।

নবম ওভারে পঞ্চম উইকেটের পতন ঘটে। জীবন মেন্ডিসকে (৩) মোস্তাফিজের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান মেহেদী হাসান মিরাজ। কঠিন চাপের মুখেই পড়েছিল স্বাগতিক শিবির। সেখান থেকেই কাউন্টার অ্যাটাকে দলকে টেনে তোলেন দুই পেরেরা।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেই বেকথ্রু এনে দেন সাকিব আল হাসান। তৃতীয় ওভারের প্রথম বলে ওপেনিং জুটি ভাঙেন। উঠিয়ে মারতে গিয়ে লংঅনে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন দানুস্কা গুনাথিলাকা (৪)।

সাকিবের পর উইকেটের খাতায় নাম লেখান মোস্তাফিজুর রহমান। চতুর্থ ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে (১১) সৌম্য সরকারের ক্যাচবন্দি করেন ‘কাটার মাস্টার’।

মোস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিণত হন দাসুন শানাকা (০)। ‘গোল্ডেন ডাক’ নিয়ে মুশফিকুর রহিমের গ্লাভসে আটকা পড়েন। একই ওভারে (ষষ্ঠ) রানআউটের ফাঁদে পড়েন উপুল থারাঙ্গা (৫)।

শুক্রবার (১৬ মার্চ) টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ দলপতি সাকিব। ফাইনালের আগে এটিই শেষ লিগ ম্যাচ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী রোববার (১৮ মার্চ) শিরোপা লড়াইয়ে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে কারা সেটিই এখন দেখার অপেক্ষা।

একাদশে একটি পরিবর্তনই আনা হয়েছে। ইনজুরি কাটিয়ে সাকিবের প্রত্যাবর্তনে বাদ পড়েছেন পেসার আবু হায়দার রনি। লঙ্কান টিমে পরিবর্তন দু’টি। সুরাঙ্গা লাকমল ও দুশমান্থা চামিরার জায়গায় ইসুরু উদানা ও আমিলা আপনসো।

প্রায় দু’মাস পর ফিরেছেন সাকিব। গত ২৭ জানুয়ারি মিরপুরে লঙ্কানদের বিপক্ষে

 

এ বিভাগের অন্যান্য