সুস্থ হয়ে আবারও জনতার পাশে কামরান সুরমা তীরের সিলেট হবে টেমস তীরের লন্ডন’

মবরুর আহমদ সাজু:

’সিলেটের জননন্দিত ও দুই বারের নির্বাচিত মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, সিলেটের উন্নয়নে তাঁর আন্তরিকতার শেষ নেই যেমন তেমনি উন্নয়নের চাকা ও প্রতিবন্ধকতার মাঝে আড়াল হবে না । গতকাল সিলেটের সময়ের সাথে একান্ত আলাপ কালে তিনি বলেন স্বপ্নের মাস্টারপ্ল্যান কে সামনে রেখে নগরীর উন্নয়নে কাজ যেমন করেছি তেমনি জীবনবাজি রেখে কাজ করবো। তিনি বলেন নগর ভবন নাগরিকদের সেবা, স্বাস্থ্য, চিত্তবিনোদন, হযরত শাহজালাল (রহ.) মাজারসহ নগরীর অন্যান্য মাজার উন্নয়ন, হিন্দু র্ধমাবলম্বীদের শ্মশান সংস্কার ও উন্নয়ন, মসজিদ উন্নয়ন, মন্দির উন্নয়ন, শহীদ মিনার সংস্কার ও নির্মাণ, মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা, প্রতিবন্ধী ভাতা, অবকাঠামো উন্নয়ন, সড়ক ও রাস্তা নির্মাণ ও সংস্কার, ড্রেন সংস্কার, ফুটপাত নির্মাণ ও সংস্কার, হকার পুনর্বাসন, পানীয়জল সরবরাহ এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধিসহ অনেক কিছুই তিনি পরিবর্তন করেছেন। জানাযায় ছেলেখেলার বয়সে ‘ভোটাভুটি’ খেলা খেলতেন কামরান। যে কোনো বিষয় বা ইস্যু নিয়ে তাদের পরিবারে ভোটের ডাক পড়তো। এমনকি পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজন মিলেও হতো ভোটাভুটি। এ লড়াইয়ে বিজয়ী হতেন তিনি। তখনও জানতেন না একসময় বাংলার আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেটের মানুষের ভোটে জয়ী হয়ে তিনিই হবেন নগরপিতা। সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। সর্বকনিষ্ঠ কমিশনার থেকে সিলেট সিটি করপোরেশনের প্রধান কর্তাব্যক্তি। দেড় যুগ ধরে সিলেটের নগর পিতা। তার আকাশ চুম্বি জনপ্রিয়তা ব্যক্তি ও দলের ঊর্ধ্বে তাকে দিয়েছে বিশেষ স্থান। তার বাড়ির ড্রয়িং রুম থেকে বেডরুম পর্যন্ত থাকে সাধারণ মানুষের অবাধ যাতায়াত। সাধারণ মানুষ বাড়িতে ঢুকতে বাধা পাবে বলে, কখনো বন্ধ হয় না দরজা। লাগানো হয় না গেট।
দুর্যোগ-দুর্বিপাক, মারামারি যেখানেই সমস্যা মুহূর্তেই ছুটে যান মেয়র কামরান। কোথাও আগুন লাগলে ফায়ারসার্ভিসের গাড়ি যাবার আগে তিনি পৌঁছে যান সেখানে। সাধারণের সঙ্গে মিশে যাওয়ার অসাধারণ ক্ষমতা তাকে বার বার নির্বাচিত মেয়য়ের খ্যাতি এনে দিয়েছে। গতবার জেলে বন্দি থাকলেও মানুষ তাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছে। এবার তার সামনে অপেক্ষা করছে ‘হ্যাট্রিক চান্স’। বরাবরের মতো সিলেটবাসী তার প্রতি বিমুখ হবে না বলে দৃঢ় বিশ্বাস মেয়র কামরানের।তবে সমালোচনাও আছে তার। যে রকম জনপ্রিয়তা সেরকম উন্নয়ন নয়-এমন অভিযোগও করেনকেউ কেউ। তবে মনে করা হয়, নিজ দল আওয়ামী লীগ ছাড়াও তিনি ভোট পান অন্যান্য দল ও সাধারণ মানুষের।আসছে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আবারও আওয়ামী লীগের দলীয় প্রার্থী তিনি যা বলা বাহুল্য ।গতকাল রাতে সুরমা তীরের ছড়া পারের নিজ বাসায় অসুস্থ কাসারন ঘণ্টাব্যাপী কথা বলেছেন সিলেটের সময়ে সঙ্গে। আলাপকালে সিলেট নগরী নিয়ে তার স্বপ্ন ও সম্ভাবনার কথা জানিয়েছেন। উল্লেখ্য গত সপ্তাহ থেকে সাবেক মেয়র কামরান বুকে ব্যথাসহ আরও কিছু সমস্যায় ভুগছিলেন। এ অবস্থায় ঢাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এনজিওগ্রাম করান তিনি। এতে তার হার্টে ৪টি ব্লক ধরা পড়ে। ৩টি ব্লক অপসারণ করে রিং বসানো হয় বর্তামনে তিনি এখন সুস্থভাবে চলাফেরা করতে পারবেন বলে তাঁর চিকিৎসকর জানিয়েছেন বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য